#সাইবেরিয়া: আকাশ থেকে বৃষ্টির বদলে পড়ছে রক্ত ৷ রক্ত বৃষ্টি কথাটা শুনতে অবাক লাগলেও এমনই আশ্চর্য ঘটনা স্বাক্ষী হয়েছে সাইবেরিয়া ৷ গত সপ্তাহের এই ঘটনায় হতবাক সকলে ৷ ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যাকে রাস্তা দিয়ে লাল জল বইছে স্পষ্ট দেখা যাচ্ছে ৷
আরও পড়ুন: ঘুম থেকে উঠে এই দেবতাকে প্রণাম করলে থাকবে না কোনও আর্থিক সমস্যা
অনেকেই এই ঘটনার সঙ্গে অদ্ভুত কারণ দিতে শুরু করে ৷ অনেকে মনে করেন পৃথিবী যে ধ্বংস হতে চলেছে এটা তারই ইঙ্গিত ৷ অনেকে জানিয়েছে যে দৃশ্যটি তাদের হরর ছবির কথা মনে করি দিয়েছে ৷ আসল ব্যপারটা কিন্তু একদম অন্য ৷ জানা গিয়েছে, যেই জায়গায় এই বৃষ্টি হয়েছে সেখানে একটি একটি ফ্যাক্টরি ছিল ৷ জমে ছিল মরচে পড়া আবর্জনা (রেড আয়রন অক্সাইড ) ৷ যেখানে আবর্জনা রাখা ছিল তা সেটি খোলা রাথা হয়েছিল ৷ প্রচন্ড হাওয়ায় মরচে উড়তে থাকে এরং হাওয়ায় মিশে যায় ৷ সেই সময় বৃষ্টি শুরু হলে লাল রঙ মিশে গিয়ে বৃষ্টিধারার রঙ লাল হয়ে যায় ৷ যাকে বলা হচ্ছিল রক্তবৃষ্টি ৷
আরও পড়ুন: ওজন মাত্র ৩৭৫ গ্রাম, দীর্ঘ লড়াইয়ের শেষে জয়ী সবচেয়ে কম ওজনের সদ্যোজাত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blood rain, Russia