হোম /খবর /বিদেশ /
পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৮, আহত শতাধিক

Pakistan mosque blast: পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৮, আহত শতাধিক

বিস্ফোরণের পর শুরু হয়েছে উদ্ধারকাজ।

বিস্ফোরণের পর শুরু হয়েছে উদ্ধারকাজ।

পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় অবস্থিত এই মসজিদ চত্বর এ দিন দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে৷

  • Share this:

পেশোয়ার: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। আজ দুপুরেই পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণের জেরে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে বলে দাবি করেছে সংবাদসংস্থা রয়টার্স৷ হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷

জানা গিয়েছে, পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় অবস্থিত এই মসজিদ চত্বর এ দিন দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে৷ প্রাথমিক ভাবে এটিকে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা বলেই মনে করছে স্থানীয় পুলিশ প্রশাসন৷

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় খলিস্তান পন্থীদের হাতে আক্রান্ত ভারতীয়রা, জাতীয় পতাকার অবমাননা! দেখুন ভিডিও

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ দিন দুপুরে প্রচুর সংখ্যক মানুষ মসজিদে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন৷ তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর৷ যার ফলে হতাহতের সংখ্যা এত বেশি৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বিস্ফোরণের সময় মন্দিরের ভিতরে অন্তত ২৬০ জন ছিলেন৷

জোরাল বিস্ফোরণের জেরে মসজিদের একটি অংশ ভেঙে পড়ে৷ সেই ধ্বংসস্তূপের নীচেও বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ নিহত এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে৷

এই ঘটনার কড়া নিন্দা করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷ পাশাপাশি, যাঁরা এই হামলার পিছনে রয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করেছেন৷ নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bomb Blast, Pakistan