Home /News /international /
#Viral:ছোট্ট শরীরটাকে আস্তে আস্তে গিলে খাচ্ছে বড় সাপ! দেখুন...

#Viral:ছোট্ট শরীরটাকে আস্তে আস্তে গিলে খাচ্ছে বড় সাপ! দেখুন...

(Image credit: Facebook/ @Churches of Christ Care - Seniors Lifestyles )

(Image credit: Facebook/ @Churches of Christ Care - Seniors Lifestyles )

  • Last Updated :
  • Share this:

#কুইন্সল্যান্ড: বিশাল বড় পাইথনের নজর থেকে বাঁচল না ছোট্ট সরীসৃপ! তাকে ধরেই আস্তে আস্তে গিলে খেল সে৷ বীভৎস সেই ছবি৷ সামনে থেকে যারা দেখলেন, তাদের মধ্যে কেউ কেউ মুখ ঘুরিয়ে নিলেন, কেউ আবার ভয়ঙ্কর মুহূর্তের ছবি তুলে রাখলেন৷ সেই ছবি নেট দুনিয়ায় আসতেই ব্যাপকভাবে ভাইরাল হল৷ কারণ এমন ছবি সত্যিই নজিরবিহীন৷

দুটি সরীসৃপ৷ একটির তুলনায় অন্যটি অনেকটাই ছোট৷ তবে টিকটিকি আন্দাজে সেটা বেশ মোটাসোটা৷ খানিকটা গোসাপের মতো৷ সেই গোসাপের আকারের টিকটিকিকে গিলে খেল পাইথন৷ একবারে গিলতে পারল না তাকে৷ তাই টিকটিকির মুখটা ধরে ধীরধীরে সেই শিকারকে গিলতে থাকল সে৷

ঘটনাটি কুইনসল্যান্ডের৷ সেখানে চার্চেস অব ক্রাইস্ট কেয়ার স্যাংচুয়ারি পার্ক রিটায়রমেন্ট ভিলেজের আবাসিকরা এই ছবিটি তুলেছেন৷ এই অভয়ারণ্যের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী৷ তারাই দেখভাল করেন এই অভয়ারণ্যের৷ তাদের চোখে ধরা পড়ে এই দৃশ্য৷ ভয়ঙ্কর বললেও যাকে কম বলা হয়৷ দেখুন ছবি৷

Published by:Pooja Basu
First published:

Tags: Python, Snake, সাপ