#টোকিও: মোদি-প্রশংসায় পঞ্চমুখ বাইডেন ৷ ভারত যেভাবে কোভিড মোকাবিলায় সামনে থেকে কাজ করেছে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জানালেন, এই লড়াই মুখের কথা নয় ৷ কোয়াড সম্মেলনে ভূয়সী প্রশংসা বাইডেনের৷
আরও পড়ুন-বিরল অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বার করা হল প্রায় ৮ কেজি ওজনের টিউমার !
জাপানের টোকিওয় আজ কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি ছাড়াও কোয়াড বৈঠকে যোগ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজিও এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানেই কোভিড মোকাবিলায় মোদির ভূমিকার প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন মোদি। দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে মোদি জানিয়েছেন, ‘মহামারির কঠিন পরিস্থিতি সত্ত্বেও টিকাবণ্টনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়িয়েছে ভারত।’
আরও পড়ুন-কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
২২ মে অর্থাৎ রবিবার রাতে রওনা দেন মোদি। ২৩ মে ভোরে টোকিওতে পৌঁছন এবং সরাসরি কাজে যোগ দেন। জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দ্বিপাক্ষিক বৈঠক সেরে ভারতে ফিরে আসেন তিনি।
প্রসঙ্গত, দেশে করোনার প্রতিটি ঢেউ ঠেকাতে সতর্ক থেকেছে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে বহু পদক্ষেপ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে দক্ষ পেশাদার কোভিড যোদ্ধা। চতুর্থ ঢেউ ঠেকাতেও ভারতের পদক্ষেপ তুলনাহীন৷ তাই বিশ্বের দরবারেও ভারত আজ প্রশংসিত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden, Naredra Modi