Home /News /international /

'জন্ডিস' কেস! লাল বেজিং রাতারাতি হয়ে গেল হলুদ

'জন্ডিস' কেস! লাল বেজিং রাতারাতি হয়ে গেল হলুদ

চারপাশে শুধু হলুদ আর হলুদ। কিন্তু কীভাবে হল এমন!

  • Share this:
    #বেজিং: একেবারে কেস জন্ডিস! এছাড়া আর কী বা বলা যেতে পারে! রাতারাতি একটা আস্ত শহরের রং বদলে গিয়েছে। প্রকৃতির এমনই খেয়াল। আর সেই আস্ত শহরের রং বদলে অবাক শহরবাসী। চিনের রাজধানী বেজিং এমনিতে লাল শহর বলে পরিচিত। বেজিংয়ের রাস্তাঘাট, ফুটপাত থেকে শুরু করে দোকানপাট, সর্বত্রই লালের আধিক্য বেশি। এমনকী চিনের মসনদেও লাল সরকার। তবে এবার হঠাৎ করেই চিনের রাজধানী শহরের হলুদ রঙের হয়ে গিয়েছে। সোমবার সকাল থেকেই রং বদলেছে বেজিং। চারপাশে শুধু হলুদ আর হলুদ। কিন্তু কীভাবে হল এমন! রং পরিবর্তন আসলে বালিঝড় এর জন্যই হয়েছে। বেজিংয়ের এমন অবস্থা সোমবার সকাল থেকে। সকালে বাড়ি থেকে বেরিয়ে বেজিংবাসী অবাক। চারপাশে হলুদের ছটা। বিশেষজ্ঞরা বলছেন, গোবি মরুভূমি ও উত্তর-পশ্চিমের বালিঝড় এমন পরিস্থিতি তৈরি করেছে। চিনের মেটেওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে হলুদ সর্তকতা জারি করেছে।চিনের গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশ এই বালিঝড়ের কবলে পড়েছিল। আর এই তিনটি উপদেশ বেজিংকে ঘিরে রেখেছে। ফলে সেই ধুলোঝড়ের চিহ্ন বয়ে বেড়াচ্ছে বেজিংও। কতদিন চলবে বেজিংয়ে এমন অবস্থা! আবহাওয়াবিদরা বলছেন, বুধ বা বৃহস্পতিবারের মধ্যে বেজিংয়ের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তবে বেজিংয়ে এমন কাণ্ড প্রথম নয়। প্রায় প্রতি বছর মার্চ-এপ্রিলে ধুলোর ঝড়ের কবলে পড়ে বেজিং। যদিও এবার একটু বাড়াবাড়ি হয়েছে। আবহবিদরা বলছেন, গত দশ বছরে এমন ঝড়ের সাক্ষী থাকেনি বেজিং।
    Published by:Suman Majumder
    First published:

    পরবর্তী খবর