বার্সেলোনা: ১
অ্যালাভেস: ২
#বার্সেলোনা : ঘরের মাঠেই দুর্বল দলের বিরুদ্ধে হেরে বিপাকে বার্সেলোনা ৷ সেল্টিকের বিরুদ্ধে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করতে চলেছেন মেসিরা ৷ কিন্তু মাত্র তিন দিন আগেই দেপোর্তিভা অ্যালাভেসের বিরুদ্ধে ১ -২ গোলে হেরে গেল তারা ৷ প্রথম একাদশের ৬ জন ফুটবলারকে ছাড়াই এদিন নেমেছিল বার্সা ৷ কিন্তু তা সত্ত্বেও অ্যালাভাসের বিরুদ্ধে ১-২ গোলে হার মেনে নিতে পারছেন না বার্সা সমর্থকরা ৷
এতদিন দ্বিতীয় ডিভিশনে খেললেও এবারই লা লিগার প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে অ্যালাভেস ৷ প্রথমার্ধে না খেললেও দ্বিতীয়ার্ধে মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তারা মাঠে নেমেছিলেন ৷ কিন্তু কোনও লাভ অবশ্য হয়নি ৷ ম্যাচে হার রুখতে পারেননি মেসিরা ৷
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এনরিকে বলেছেন, ‘‘আমাদের রক্ষণ ভেঙে পড়েছিল। বিশেষ করে আলাভেসের দ্বিতীয় গোলটা আমাকে সবচেয়ে যন্ত্রণা দিয়েছে। তাছাড়া আমাদের খেলায় ছন্দও ছিল না। লক্ষ্যভেদেও বারবার ব্যর্থ হয়েছি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘অস্বীকার করার জায়গা নেই যে, আমরা একেবারেই ভাল ফুটবল খেলতে পারিনি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alaves, Barcelona, La Liga, Lionel Messi, Spanish Football