বার্সেলোনা: ৪
দেপোর্তিভো: ০
#বার্সেলোনা: চোট সমস্যায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৷ দেপোর্তিভোর বিরুদ্ধে খেলতে নামার আগে ঠিকমতো প্র্যাকটিসও সারতে পারেননি ৷ কিন্তু মাঠে নেমেই কামাল করলেন লিওনেল মেসি ৷ টানা ২৩ দিন মাঠের বাইরে থেকেও গোল করতে মাত্র তিন মিনিট সময় লাগালেন আর্জেন্টিনীয় মহাতারকা ৷
শনিবার লা লিগায় ছিল রাজপুত্রের প্রত্যাবর্তনের রাত। ন্যু কাম্পের টানেল থেকে এলএম টেন বেরনো মাত্রই ন্যু কাম্প গ্যালারি জুড়ে ‘মেসি, মেসি’ চিৎকার। সোনালি চুলের গোলমেশিন সমর্থকদের দিকে হাত নেড়ে গিয়ে বসলেন রিজার্ভে। প্রথমার্ধে রাফিনহা (২) ও সুয়ারেজের সৌজন্যে বার্সা ৩-০ এগিয়ে যায়। রিজার্ভে বসে তখন মেসি শুধুই একজন দর্শক। প্রত্যেকেই ভাবছিলেন তিনি নামবেন কি না ৷ শেষপর্যন্ত তিনি নামলেন এবং গোলও করলেন ৷ আগামী সপ্তাহেই ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ৷ ওই ম্যাচের আগে মেসির মাঠে ফেরা ও গোল পাওয়া দু’টোই নিঃসন্দেহে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে বার্সেলোনাকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barcelona, Deportivo, La Liga, Lionel Messi, Rafinha, বার্সেলোনা, মেসি