#ঢাকা: পুরনো তিক্ততা ভুলে কি তবে কাছাকাছি আসছে বাংলাদেশ এবং পাকিস্তান? জল্পনার সূত্রপাত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোনে কথোপকথন নিয়ে৷ যার জেরে বাংলাদেশ এবং পাকিস্তানের কাছাকাছি আসা নিয়ে জোর চর্চা শুরু হয়৷ যদিও এমন জল্পনা শুরু হতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছেন হাসিনা৷ কারণ পাকিস্তানের সঙ্গে কোনওরকম সুসম্পর্কের বিরোধী বাংলাদেশের সিংহভাগ মানুষ৷ খোদ বাংলাদেশের আব্দুল মোমিন পাকিস্তানের সঙ্গে কোনওরকম সুসম্পর্কের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন৷
হাসিনা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মোমিন জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নেহাত সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন হাসিনা৷ করোনা সংক্রমণ এবং বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিতেই হাসিনাকে ফোন করেছিলেন ইমরান৷ এর মধ্যে অন্য কোনও মানে খোঁজা উচিত নয়৷
একই সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের উপরে পাকিস্তান যে অত্যাচার করেছে, তা তাঁরা কোনওদিন ভুলতে পারবেন না৷ মোমিন বলেন, 'পাকিস্তান আমাদের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, বহু মহিলার সম্মানহানি করেছে৷ এসব অপরাধের জন্য পাকিস্তান আজ পর্যন্ত ভুল স্বীকার করেনি৷'
এর আগে পাকিস্তান দাবি করেছিল, দুই রাষ্ট্রনেতার মধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল৷ যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিল বাংলাদেশ৷ তারা দাবি করেছিল, দু'জনের মধ্যে শুধুমাত্র করোনা পরিস্থিতি নিয়েই কথা হয়৷ আবার রাম মন্দিরের নির্মাণকাজ শুরু করা নিয়েও রবিবার ঘুরিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী৷ তিনি অভিযোগ করেছিলেন, এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় যা দুই প্রতিবেশী দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক খারাপ করে৷
পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বরাবরই খারাপ৷ আন্তর্জাতিক মঞ্চ ছাড়া এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরাও সাধারণত মুখোমুখি হন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Pakistan