#লন্ডন: ফের খারিজ হয়ে গেল জেলবন্দি হিরে ব্যবসায়ী নীরব মোদির জামিনের আবেদন৷ এই নিয়ে সপ্তম বার ঋণখেলাপি ব্যবসায়ীর জামিনের আবেদন খারিজ করল লন্ডনের আদালত৷ এ দিন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট-এর কোর্ট নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে৷
এই নিয়ে চারবার লন্ডনের এই একই আদালতে নীরব মোদির জামিনের আবেদন খারিজ হল৷ এর আগে ইংল্যান্ড এবং ওয়েলস-এর হাইকোর্ট এবং আপিল কোর্টগুলিতেও নীরব মোদির আবেদন খারিজ হয়েছে৷ জামিন পাওয়ার জন্য আরও বেশি পরিমাণ অর্থ জমা রাখতে এবং কঠিন শর্ত মানতে রাজি ছিলেন নীরব মোদি৷ কিন্তু জামিন দিলে তিনি পালাতে পারেন, এই আশঙ্কায় সেই শর্তে রাজি হয়নি আদালত৷
নীরব মোদিকে সিবিআই এবং ইডি-র জোড়া আবেদনের ভিত্তিতে ভারতে ফেরানোর অনুমতি দেওয়া হবে কি না, তা এখনও লন্ডনের আদালতে বিচারাধীন রয়েছে৷ আদালত যদি মনে করে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি এই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আদালতে জমা দিয়েছে, তবেই তাঁকে প্রত্যর্পণের অনুমতি দেওয়া হবে৷
নীরব মোদির বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১,৩০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে৷ সিবিআই নীরব মোদির বিরুদ্ধে ভুয়ো তথ্যের বিনিময়ে ঋণ আদায় করার অভিযোগ এনেছে৷ অন্যদিকে ইডি তাঁর বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।