হোম /খবর /বিদেশ /
দুধের শিশু চোখে দেখতে পেত না, চশমা পরে যা হল, ভাইরাল ভিডিও

দুধের শিশু চোখে দেখতে পেত না, চশমা পরে যা হল, ভাইরাল ভিডিও

baby girl sees clearly for the first time after wearing specs watch her reaction viral video- Photo Courtesy- Youtube/Grab

baby girl sees clearly for the first time after wearing specs watch her reaction viral video- Photo Courtesy- Youtube/Grab

ভিডিওটি পোস্ট হওয়ার ২ দিননের মধ্যেই ২ লক্ষ পেরিয়েছে ভিউয়ের সংখ্যা...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কঠিন এই পৃথিবীতে ভাইরাল ভিডিও অনেক সময়েই মনকে নির্মল আনন্দে ভরিয়ে দেয়৷ ছোট এই ভিডিওগুলির এইরকম জনপ্রিয়তা হওয়ার বড় একটি কারণ এগুলি থেকে মানুষ শুধুমাত্র নির্মল আনন্দ পায়৷ স্থান কালের বেড়াজাল টপকে অন্তর্জালের হাত ধরে নানা জায়গায় পৌঁছে যায় এই ভাইরাল ভিডিও৷

এইরকমই একটি ভাইরাল ভিডিও সকলের মন ছুঁয়ে যাচ্ছে৷ একটি শিশু কন্যা চোখে চশমা পরার পর প্রথমবার সবকিছু পরিষ্কারভাবে দেখতে পেল৷ এটা ইন্টারনেটে আসার পরেই দ্রুতগতিতে ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিও৷ ভাইরাল হগ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২৮ সেকেন্ডের ক্লিপ পোস্ট করা হয়েছে৷ শিশু ও তার মা-বাবার এই ভিডিওতে ইতিমধ্যেই ২ লক্ষের বেশি ভিউ হয়ে গেছে৷

একেবারে কোলের এই শিশু বাবার কোলে ছিল৷ এরপর তাকে একজন চোখে একটি চশমা পরিয়ে দিল, সঙ্গে সঙ্গে শিশুটি একেবারে ঝকঝকে পৃথিবী দেখতে পেল প্রথমবারের জন্য৷  আর মুখে ফুটে উঠল নির্মল আনন্দের হাসি৷ তার এত আনন্দ হচ্ছিল যে সে হাসি আর থামাতে পারছিল না৷

বিভিন্ন নেটিজেনরা নিজেদের আনন্দের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন৷ কেউ বলছে শিশুটি দারুণ খুশি, ইশ্বর তাঁর পবিত্র হৃদয়কে খুশিতে ভরিয়ে দিন৷ কেউ আবার লিখেছেন  তার হাসি তারা খারাপতম দিনকে আলোয় ভরিয়ে দেবে৷

মানুষজন অনেক মেকি জিনিস জীবনভর দেখেন নিজেদের আনন্দের ভাণ্ডার পূর্ণ করার জন্য৷ কিন্তু কোনও জিনিস শুধু নির্মল আনন্দে ভরা হলে সেটা দেখার মজা আরও কয়েক গুণ বেড়ে যায়৷ আর ভিডিও তাই বহু নেটিজেন দেখছেন লুপে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Viral Video