corona virus btn
corona virus btn
Loading

অস্ত্রোপচার সফল, চিকিৎসকের চেষ্টায় মুখ ফিরে পেল ‘দু’মুখো’ শিশু !

অস্ত্রোপচার সফল, চিকিৎসকের চেষ্টায় মুখ ফিরে পেল ‘দু’মুখো’ শিশু !
  • Share this:

বিরলের মধ্যে বিরলতম ঘটনা ৷ দুটো মুখ নিয়ে জন্মানো সদ্যজাতর ঘটনাকে এমনভাবে বর্ণনা করছে চিকিৎসা বিজ্ঞান ৷ জন্মের ৬ মাসের মধ্যেই অস্ত্রোপচার করে শিশুটির দ্বিতীয় মুখ বাদ দিলেন চিকিৎসকেরা ৷

Diprosopus নিয়ে জন্মেছিল ওই খুদে ৷ শেষ ১০০ বছরে মাত্র ৩৫টি এমন কেস দেখা গিয়েছে ৷ সায়েন্স টাইম জার্নালের মতে, এই ঘটনা অত্যন্ত বিরল ৷ এতে ফেসিয়াল পার্টের কোনও কিছু দুটো থাকে ৷ এক্ষেত্রে শিশুটির দ্বিতীয় মুখে ঠোঁট ছাড়াও জিভ, দাঁতও ছিল ৷ কিন্তু এই আরেকটা মুখ শিশুটির খাওয়া ও নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা সৃষ্টি করছিল না ৷ কিন্তু এই সমস্যার কারণে শিশুটি নিজের নীচের ঠোঁট নাড়াতে পারছিল না ৷

গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য প্রসূতির বিভিন্ন স্ক্রিনিং টেস্ট হয় ৷ কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন Diprosopus-এর মতো সমস্যা সেই সব পরীক্ষায় ধরা পড়ে না ৷ সায়েন্স অ্যালার্টের রিপোর্ট অনুযায়ী, গর্ভাবস্থার চুড়ান্ত পর্যায়ে অর্থাৎ থার্ড সেমিস্টারে স্ক্রিনিং রিপোর্টে এই শিশুটির ডান গালে অতিরিক্ত মাংসপিন্ড থাকার কথা ধরা পড়ে ৷ আল্ট্রা সাউন্ড করেও সমস্যার সমাধান করা যায়নি ৷

জন্মের পর দেখা যায়, শিশুটির দ্বিতীয় মুখের সঙ্গে খাওয়া, নিঃশ্বাস নেওয়া, কথা বলা কোনও কিছুরই যোগ নেই ৷ তাই শিশুটির ছমাস বয়স হওয়ার পরই অস্ত্রোপচারের ঝুঁকি নেয় চিকিৎসকেরা ৷ চিকিৎসকেরা দ্বিতীয় মুখটি অপারেশন করার পর বলেন ব্যাপারটি অনেকটা, পোকা ধরা দাঁত অর্থাৎ ক্যাভিটি বাদ দেওয়ার মতো ঘটনা ৷ অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছে শিশুটি ৷

Published by: Elina Datta
First published: May 30, 2020, 1:14 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर