#ওয়াশিংটন: বিকি ডোনার দেখেছেন তো? সেখানে বিকি ওরফে আয়ুষ্মান খুরানার কাজ ছিল স্পার্ম বা বীর্য বিক্রি করা। একটি হাসপাতালে এই স্পার্ম ডোনেট করতেন আয়ুষ্মান। সেই স্পার্ম থেকেই কৃত্রিম উপায়ে গর্ভবতী হতেন মায়েরা। দারুণ মেসেজ ছিল এই ছবিতে। আজকাল আখছাড় এভাবেই সন্তানের জন্ম দেন অনেক দম্পতি। তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে আমেরিকার টেনিসির নক্সভিলেতে। ২৭ বছর আগে সংরক্ষণ করে রাখা ভ্রুণ থেকে জন্ম হল এক ফুটফুটে মেয়ে মলির। মাত্র ১ মাস বয়স হয়েছে মলির। কিন্তু দেখতে গেলে এই ভ্রুণের বয়স ২৭ বছর। তাই বলাই যেতে পারে মলির বয়স ২৭ বছর। তিন বছর আগে তার দিদি এমার জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রুণ থেকে।
এ বার দিদির রেকর্ড ভেঙে দিল মলি। নতুন রেকর্ডের দিকে অবশ্য বিশেষ নজর নেই মলির মা টিনা এবং বাবা বেন গিবসনের। তাঁরা পরিবারে নতুন অতিথিকে পেয়ে খুব খুশি।নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।
বছর তিনেক আগে একইভাবে এমার জন্ম দেন টিনা। সেই ভ্রুণটিও ছিল ২৪ বছরের পুরোনো। এবার মলির জন্ম দিলেন । আশ্চর্যজনক ভাবে এই দুটি ভ্রুণ একই পরিবারে যায়। সকলে এই খবর জানার পর থেকে প্রশংসা করেছেন ওই দম্পতির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।