Home /News /international /
জঙ্গল জুড়ে ভয়াবহ আগুন, নিজের গায়ের শার্ট খুলে কোয়ালাকে বাঁচালেন মহিলা ! ভিডিও ভাইরাল

জঙ্গল জুড়ে ভয়াবহ আগুন, নিজের গায়ের শার্ট খুলে কোয়ালাকে বাঁচালেন মহিলা ! ভিডিও ভাইরাল

দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জঙ্গল ৷ নড়ে বসেছে প্রশাসন ৷

 • Share this:

  #সিডনি: দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জঙ্গল ৷ নড়ে বসেছে প্রশাসন ৷ আকাশ থেকে হেলিকপ্টার, বিমানে জল ছড়ানো হচ্ছে গোটা জঙ্গলে ৷ এই অবস্থায় সবচেয়ে করুণ অবস্থা জঙ্গলের পশু-পাখিদের ৷

  সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এল যেখানে দেখা গেল আগুণ প্রায় দগ্ধ ছোট্ট কোয়ালাকে এক মহিলা বাঁচালেন নিজের প্রাণ বাজি রেখে ! মহিলার নাম টনি ডোহেরটি ৷

  ভিডিওটিতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে পাগলের মতো জঙ্গলের মধ্যে ছুটে বেড়াচ্ছিল ভল্লুকটি ৷ তারপর জায়গা না পেয়ে আগুনের ঢিপির ওপরই বসে পড়ে ৷ তখনই ছোট্ট কোয়ালার দিকে নজর পড়ে মহিলার ৷ উদ্ধার করার জন্য রীতিমতো আগুনে ঝাঁপিয়ে কোয়ালাকে উদ্ধার করে তিনি ৷

  উদ্ধারের পর এই অসহায় কোয়ালা আতঙ্কে চিৎকার করে৷ তার শরীরের বেশকিছু জায়গা আগুনে দগ্ধ হয়ে গেছে। লোম পুড়ে ক্ষতের জায়গাগুলো গোলাপি রঙ ধারণ করেছে। টনি অর্ধনগ্ন অবস্থায় কোয়ালাটিকে উদ্ধারের পর কোয়ালাকে জল খাওয়ানোর চেষ্টা করেন।

  মহিলা নিজের সাদা শার্টটি খুলে এটি দিয়ে আগুনে ঝলসে যাওয়া কোয়ালাটিকে আলতোভাবে জড়িয়ে কোলে তুলে নেন। আহত কোয়ালাটিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালের এক স্টাফের হাতে তুলে দেন মহিলা।

  হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কোয়ালাটি দ্রুত সুস্থ হয়ে উঠছে।

  দেখুন সেই ভিডিও---

  First published:

  Tags: Australia, Bush Fire, Fire, Viral Video, Women

  পরবর্তী খবর