হোম /খবর /বিদেশ /
সুলেমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত্যু ৫০ ছাড়াল, আহত বহু

সুলেমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত্যু ৫০ ছাড়াল, আহত বহু

সুলেমানির শেষকৃত্যে থিকথিকে ভিড়

সুলেমানির শেষকৃত্যে থিকথিকে ভিড়

ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ইরান৷ শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহও৷ গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সুলেমানির৷

  • Last Updated :
  • Share this:

#তেহরান: কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন জেনারেল কাসেম সুলেমানির শেষকৃত্যে৷ বিপদ ঘটল সেখানেই৷ প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫০ জনের বেশি৷ আহত হয়েছেন ৮৪ জন৷ ইরানের সরকারি টিভি জানিয়েছে, মঙ্গলবার সুলেইমানির হোমটাউন কারমেনে শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল মার্কিন ড্রোন হামলায় হত সেনাপ্রধানের৷ সেখানেই ভিড়ে পদপিষ্টের ঘটনা ঘটেছে৷

সুলেমানির মৃত্যুর পর ফুঁসছে ইরান৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আল খামেইনি দেশবাসীকে আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান আক্রমণের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন৷ এ হেন পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেখছে৷

ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ইরান৷ শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহও৷ গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সুলেমানির৷

সুলেমানির হত্যায় মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন উত্তাল৷ যে কোনও সময় যুদ্ধের সম্ভাবনা৷ ইরান-আমেরিকা ছায়াযুদ্ধের আশঙ্কাও দেখছেন অনেকে৷ সুলেমানির কফিন নিয়ে বিশাল পদযাত্রাও হয় ইরানে ৷ শিয়া অধ্যুষিত কোম শহরের ঐতিহ্যবাহী জামকরন মসজিদের উপর ধর্মীয় নীল পতাকার বদলে উড়তে দেখা গিয়েছে যুদ্ধের নিশানবাহী লাল পতাকা। বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ইরানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। তাঁদের মতে, এর অর্থ— দেশের জনগণকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলা।

Published by:Arindam Gupta
First published:

Tags: Quasem Solaimani, Solaimani Funeral