#লাহোর: পাকিস্তানে যাত্রী বোঝাই মিনিবাসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে অধিকাংশই পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ৷
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, করাচি থেকে লাহোরগামী শাহ হুসেন এক্সপ্রেস এদিন ফারুকাবাদে একটি প্রহরী বিহীন লেভেল ক্রসিংয়ে ওই তীর্থযাত্রী বোঝাই মিনিবাসটিতে ধাক্কা মারে৷ স্থানীয় সময় বেলা ১.৩০ নাগাদ লাহোর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন৷ তাঁদের মধ্যে অধিকাংশই শিখ ধর্মাবলম্বী মানুষ৷ জানা গিয়েছে, তাঁরা নানকানা সাহিব থেকে তীর্থ যাত্রা সেরে ফিরছিলেন৷
পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে৷ মৃতদেহগুলিও সরানো হচ্ছে৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।