হোম /খবর /বিদেশ /
সবেগে এগিয়ে আসছিল গ্রহাণু, রবিবার রাতে পৃথিবীর গা ঘেঁষে এল বড় বিপদ...

সবেগে এগিয়ে আসছিল গ্রহাণু, রবিবার রাতে পৃথিবীর গা ঘেঁষে এল বড় বিপদ...

Photo- Representative

Photo- Representative

পৃথিবীর কাছ ঘেঁষে আসতেই বেড়ে গেল গ্রহাণুর গতি...

  • Last Updated :
  • Share this:

#নিউইয়র্ক: অন্তরীক্ষ অর্থাৎ মহাকাশে (Space) মধ্যে ফের জোর  হলচল! একের পর এক ঘটনা ঘটে তখন সাধারণ মানুষ আশ্চর্যচকিত হয়ে যেতে হয়৷ কখনও কখনও তা আবার মহাকাশে এমন ভয়ের ঘটনাও ঘটে৷ এরকমই একটা বড় বিপদ কোনওক্রমে এড়াল পৃথিবী৷ সোজা কথায় প্রাণে বাঁচল পৃথিবী ও পৃথিবীবাসী৷ গতকাল রাতেই পৃথিবীর একদম গা ঘেঁষে বেরিয়ে গেল একটি বড় গ্রহাণু (Asteroid)৷ সেটা যদি পৃথিবীকে ধাক্কা মারত তাহলে পৃথিবীর বড় ক্ষতি হয়ে যেত৷ এই অ্যাস্টোরয়েডের নাম 2001 FO32৷ এই গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে ৩৪ কিলোমিটার প্রতি সেকেন্ডে যাচ্ছিল৷ এই প্রচণ্ড গতিতে পৃথিবীর ক্ষতিসাধনের জন্য যথেষ্ট ছিল৷

রবিবার রাত ৯ টা নাগাদ অ্যাস্টোরয়েড 2001 FO32 পৃথিবী থেকে মাত্র ২০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে গেছে৷ মহাকাশের হিসেবে যা  খুব একটা বেশি দূরের নয়৷ যদি কোনওভাবে সংঘর্ষ হত তাহলে মহাবিপত্তি এসে যেত৷

নাসা (NASA)-র বিজ্ঞানীদের মতে এই অ্যাস্টরয়েড এত তাড়াতাড়ি ঘুরতে পারে না৷ কিন্তু পৃথিবীর পাস দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ এরকম গতিতে যাওয়ার কারণ এর অর্বিট৷ নিজের অক্ষে ঘোরার সময় সূর্যের থেকে শক্তি নিয়ে নিজের গতি বৃদ্ধি করে৷ বিজ্ঞানীরা জানিয়েছে এই অ্যাস্টরয়েড 2001 FO32 কে যখন দেখা যায় তখন এ পৃথিবীর দিকে ৩৯ ডিগ্রি হেলে ছিল৷ এর জন্য সূর্যের কাছে পৌঁছে গিয়ে গতিবৃদ্ধি করেছিল৷

ইতালির সেসানো -র স্থিত ভার্চুয়াল টেলিস্কোপ -র অ্যাস্ট্রোফিজিসিস্ট জিয়ালুকা মাসি জানিয়েছেন প্রথমবার যখন এই গ্রহাণুকে দেখেছিল তখন অত্যন্ত চকচক করছিল৷ আর সেটা দ্রুতগতিতে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিল৷ সূর্যের একটা চক্করে ৮১০ দিন ধরে প্রদক্ষিণ করে তারা৷ ২০ বছর আগে এই গ্রহাণু প্রথমবার নিজের পরিচিত জাহির করেছিল৷ কিন্তু সে পৃথিবীর জন্য কখনও ক্ষতিকারক হয়নি৷

Published by:Debalina Datta
First published:

Tags: Asteroid, Earth, NASA