Home /News /international /
Asia's Richest Woman: ব্যবসায় বিরাট ক্ষতি! এশিয়ার ধনীতম মহিলার এক বছরেই সম্পত্তি কমে হল অর্ধেক

Asia's Richest Woman: ব্যবসায় বিরাট ক্ষতি! এশিয়ার ধনীতম মহিলার এক বছরেই সম্পত্তি কমে হল অর্ধেক

Yang Huyian

Yang Huyian

চিনে রিয়াল এস্টেট শিল্পের করুন দশা হওয়ার পর থেকেই ইয়াং হুইয়ানের খারাপ দিন শুরু হয়েছে ৷

 • Share this:

  বেজিং: ইয়াং হুইয়ান (Yang Huiyan) ৷ এশিয়ার সবচেয়ে ধনীতম মহিলা হিসেবেই পরিচিত তিনি ৷ কিন্তু চিনে রিয়াল এস্টেট শিল্পের করুন দশা হওয়ার পর থেকেই মহিলার খারাপ দিন শুরু হয়েছে ৷ মাত্র এক বছরের মধ্যেই নিজের অর্ধেকের বেশি সম্পত্তি হারিয়েছেন ইয়াং ৷ বিশ্বের কোটিপতিদের তালিকাতেও অনেকটাই নীচের দিকে নেমে গিয়েছেন তিনি ৷ এত কম সময়ের মধ্যে এত খারাপ দিন যে দেখতে হবে, তা শুধু ইয়াং কেন, ভাবতে পারেননি কেউই ৷

  আরও পড়ুন- বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বান্ধবীকে খুন, যুবকের ফাঁসি টিভিতে লাইভ দেখানোর আবেদন

  চিনের অন্যতম বৃহৎ রিয়াল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন ৷ ইয়াংয়ের দখলে ওই সংস্থার সর্বাধিক শেয়ার ৷ কিন্তু গত বছর যেখানে ইয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৩৭০ কোটি ডলার ৷ প্রায় ৯০ হাজার কোটি ডলারের কাছাকাছি ৷ কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তি রাতারাতি কমে দাঁড়িয়েছে ১,১৩০ কোটি ডলারে ৷ অর্থাৎ সম্পত্তি কমেছে ৫০ শতাংশের বেশি ৷ ঠিক সময়ে ক্রেতাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া সম্ভব হয়নি ৷ তাই সবমিলিয়ে এখন ভালোমতোই সমস্যায় ইয়াং এবং তাঁর সংস্থা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Businessman, China

  পরবর্তী খবর