#ইসলামাবাদ: আবার সেনা শাসন ওয়াঘার ওপারে? গত দু মাস ধরেই রাজনৈতিক পরিস্থিতিটা বদলে যাচ্ছে পাকিস্তানে৷ সরকারের এক ডজনের বেশি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়েছেন সেনা আধিকারিকরা৷ সম্প্রতি পাকিস্তান বিমান মন্ত্রক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দফতরের দায়িত্ব নিয়েছেন সেনা আধিকারিকরা৷ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে স্পষ্ট ইঙ্গিত, ধীরে ধীরে পাকিস্তান নিজেদের কব্জায় নিচ্ছে সেনা৷
পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে৷ জিনিসের দাম আকাশ ছোঁয়া, ইমরান খানের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে৷ দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনার সমর্থনেই ক্ষমতায় এসেছিল ইমরান খান সরকার৷ পাক সংসদে ৪৬ শতাংশ আসন রয়েছে ইমরান খানের তেহরিক ই ইনসাফ পার্টির৷ এছাড়াও বেশ কিছু ছোট দলেরও সমর্থন রয়েছে৷ কিন্তু আপাতত পরিস্থিতি যা, তাতে ইমরান খানের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছে না সেনা৷
পাকিস্তানে সেনা শাসন নতুন নয়৷ সে দেশে সেনা সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান৷ গত ৭ দশকে একটা বিরাট সময় পাকিস্তানের শাসন ক্ষমতা সেনার হাতে ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army Rule, Imran Khan, Pakistan