এ বার মামলা কানপুরে! পাক সেনাপ্রধানকে জড়িয়ে মামলার জালে সিধু

নভজ্যোত সিং সিধু -- ছবি: ANI

নভজ্যোত সিং সিধু -- ছবি: ANI

কানপুরেও সিধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাই করা হয়েছে৷ এই মামলার শুনানি ২৭ অগাস্ট৷

  • Last Updated :
  • Share this:

    #মুজফফরপুর: প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলিঙ্গনের ঘটনা এমনিতেই অস্বস্তিতে কংগ্রেস৷ নিন্দা চলছে সোশ্যাল মিডিয়ায়৷ দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে মুজফফরপুরে৷ এ বার দেশদ্রোহিতার মামলা করা হল কানপুরেও৷ সব মিলিয়ে বেজায় বিপাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে৷

    সিধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিহারের মুজফফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা৷ তাঁর মামলা গ্রহণ করা হয়েছে৷ ২৪ অগাস্ট শুনানির দিন ধার্য করেছে আদালত৷ মামলাকারী আইনজীবীর বক্তব্য, সিধু এই ভাবে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করায় ভারতীয়দের আবেগ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ প্রায়ই সীমান্ত পেরিয়ে পাক সেনার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তাদের হাতে শহিদ হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এই অনুপ্রবেশে প্রত্যক্ষ হাত রয়েছে জেনারেল বাজওয়ার। তাই তাঁকে জড়িয়ে ধরে মোটেই ভালো কাজ করেননি সিধু।

    কানপুরেও সিধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাই করা হয়েছে৷ এই মামলার শুনানি ২৭ অগাস্ট৷

    First published:

    Tags: Imran Khan, Imran Khan Oath Taking Ceremony, Navjot Singh Sidhu