#নিউ জার্সি: মার্কিন দেশে ভারতীয় এক দম্পতির দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার আমেরিকার নিউ জার্সিতে। প্রতিবেশীরা ব্যালকনিতে তাঁদের চার বছরের মেয়েকে বসে কাঁদতে দেখে সন্দেহ প্রকাশ করে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, নর্থ আর্লিংটন অ্যাপার্টমেন্টে ওই দম্পতির কোপানো দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বামী তাঁর স্ত্রীকে পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। লিভিং রুমে তাঁদের মধ্যে ঝগড়ার সময়ই এমন কাণ্ড ঘটে বলে মনে করা হচ্ছে।
মৃতদের নাম ৩২ বছরের বালাজি ভরত রুদ্রওয়ার এবং তাঁর স্ত্রী ৩০ বছরের আরতি বালাজি রুদ্রওয়ার। নিউ জার্সির নর্থ আর্লিংটনের ওই অ্যাপার্টমেন্টে প্রায় ১৫০০ বাসিন্দা থাকেন। ২১ গার্ডেন টেরেস অ্যাপার্টমেন্টে তাঁদের বাস ছিল। বালাজির বাবা জানিয়েছেন, 'তাঁদের দেহ উদ্ধার হয়েছে গত বুধবার। যখন প্রতিবেশীরা আমার নাতনিকে ব্যালকনিতে বসে কাঁদতে দেখে তখন ঘটনা জানাজানি হয়। তাঁরাই স্থানীয় পুলিশকেও খবর দেন।'
পুলিশ ঘরে ঢুকে দম্পতিকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, 'তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের পরই বলতে পারবে কী ভাবে তাঁদের মৃত্যু হয়েছে। তবে দু'জনেরই কুপিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।' বালাজির বাবা আরও জানিয়েছেন, 'আমার পুত্রবধূ সাত মাসের প্রেগন্যান্ট ছিলেন। কয়েকদিন আগেই আমরা নিউ জার্সিতে যাব বলেও প্ল্যান হয়েছিল। তবে কী কারণে এমন ঘটল আমি জানি না। তাঁরা সুখী দম্পতি ছিল, প্রতিবেশীরাও তাই বলছেন।'
জানা গিয়েছে, ৮ থেকে ১০ দিন পর দেহগুলি ছাড়া হবে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে ভারতে নিয়ে যাওয়ার জন্য। ৪ বছরের মেয়েটিকে আপাতত এক বন্ধু পরিবার রেখেছেন। ওই এলাকায় ৬০ শতাংশই ভারতীয়রা থাকেন। বালাজি রুদ্রওয়ার মহারাষ্ট্র্রে বিড জেলার অম্বাজোগাইয়ের বাসিন্দা। ২০১৫ সালের অগস্ট থেকে নিউ জার্সিতে থাকতেন। ২০১৪ সালের ডিসেম্বরে তিনি বিয়ে করেছিলেন। আইটি কোম্পানিতে চাকরি করতেন বালাজি, স্ত্রী হাউজওয়াইফ ছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, Indian Couple