#নিউইয়র্ক: কথা মতোই নিউইয়র্কের টাইমস স্কয়্যারের বিলবোর্ডে ৫ অগাস্ট ভেসে উঠল অযোধ্যার ছবি । অযোধ্যায় ঐতিহাসিক রাম জন্মভূমিতে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে বুধবার। সেই উপলক্ষ্যেই টাইমস স্কয়্যারে ফুটে উঠেছে রামের ছবি ।
এর আগেই ইন্দো-মার্কিন পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জগদিশ সেওহানি জানিয়েছিলেন যে, সব প্রস্তুতি হয়ে গিয়েছে ৷ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সবদিক থেকে তৈরি হয়েছেন তাঁরা ৷
বিশাল NASDAQ স্ক্রিন এবং ১৭ হাজার স্কোয়ার ফুট LED স্ক্রিন, যা বিশ্বের সবথেকে বড় প্রদর্শন করার স্ক্রিন, তা লিজে নেওয়া হয় ৷ সেখানে হিন্দি ও ইংরেজিতে জয় শ্রী রাম লেখা ফুটে ওঠে ৷ সঙ্গে উঠে আসে শ্রী রামের ছবি এবং মন্দির শিলান্যাসে প্রধানমন্ত্রীর ছবি ৷
এর অভূতপূর্ব ঘটনার মধ্যে দিয়ে আমেরিকায় ভারতীয় বসবাসকারীরা এই ঐতিহাসিক মুহূর্তের শরিক হতে পারলেন ৷ অনেকেই সেই সময় টাইমস স্কোয়্যারে জমায়েত হন এবং মিষ্টিও বিতরণ করেন ৷ কারণ এমন ঘটনা জীবনে একবারই ঘটে ৷ তাই এইভাবে তা উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয় ৷
#WATCH USA: A digital billboard of #RamMandir comes up in New York’s Times Square.
Prime Minister Narendra Modi performed 'Bhoomi Pujan' of #RamMandir in Ayodhya, Uttar Pradesh earlier today. pic.twitter.com/Gq4Gi2kfvR— ANI (@ANI) August 5, 2020
অযোধ্যায় ভূমি পূজা সম্পন্ন করে প্রধানমন্ত্রী একে ‘সোনালি ইতিহাস’-এর সঙ্গে তুলনা করেন । মন্ত্রচ্চারণ করতে করতে মন্দিরের প্রথম ইটটি গাঁথেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ও ব্যয়বহুন স্ক্রিনেও তখন ভেসে ওঠে রাম মন্দিরের ভূমি পূজার সেই ছবি ।