#তেল আভিভ: অমরনাথ যাত্রায় নাশকতার আশঙ্কার পর থেকে কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের। গতকাল নাগরিকদের কাশ্মীর যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটেন সরকার। একইভাবে ইজরায়েলি নাগরিকদের ফিরে আসার নির্দেশ দিল ইসরায়েল সরকার।
ইজরায়েল সরকারের সন্ত্রাস দমন শাখার তরফ থেকে একটি লিখিত বিবৃতিতে জানানো নাগরিকদের জম্মু-কাশ্মীরে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যারা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাঁদেরও অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ইজরায়েল ছাড়াও জার্মানি ও অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকেও বিবৃতি দিয়ে নাগরিকদের জম্মু-কাশ্মীরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
৩ অগাস্ট, শ্রীনগর থেকে ফিরে গিয়েছেন প্রায় ৬ হাজারেরও বেশি পর্যটক । নাশকতার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে অমরনাথ যাত্রাও ।