হোম /খবর /বিদেশ /
যুদ্ধ থামাতে পুতিনকে খুন করতে হবে! ইউক্রেন সঙ্কট নিয়ে মন্তব্য মার্কিন সাংসদের

Ukraine Russia War: যুদ্ধ থামাতে পুতিনকে খুন করতে হবে! ইউক্রেন সঙ্কট নিয়ে মন্তব্য মার্কিন সাংসদের

পুতিনকে হত্যার পরামর্শ দিলেন মার্কিন সাংসদ!

পুতিনকে হত্যার পরামর্শ দিলেন মার্কিন সাংসদ!

জুলিয়াস সিজারের হত্যার উদাহরণ দিয়ে ওই মার্কিন সেনেটর আরও বলেন, 'রাশিয়ায় (Russia) কি একজনও ব্রুটাস নেই?'

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: ইউক্রেনে যুদ্ধ (Russia Ukraine War) থামাতে গেলে ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) খুন করতে হবে৷ আর এই কাজটা করতে হবে রাশিয়ারই কাউকে৷ এমনই মন্তব্য করলেন মার্কিন সাংসদ লিন্ডসে গ্রাহাম৷

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার অন্যতম এই সিনিয়র সাংসদ বলেছেন, 'এই যুদ্ধ থামানোর উপায় কী? রাশিয়ায় বসবাসকারী কাউকেই এগিয়ে এসে এই ব্যক্তিকে সরিয়ে দিতে হবে৷' পরে ট্যুইট করেও তিনি বলেন, 'একমাত্র রাশিয়ানকরাই এই কাজটি করতে পারেন৷'

আরও পড়ুন: ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা রাশিয়ার, দেখুন ভিডিও

জুলিয়াস সিজারের হত্যার উদাহরণ দিয়ে ওই মার্কিন সেনেটর আরও বলেন, 'রাশিয়ায় কি একজনও ব্রুটাস নেই?' যার অর্থ, পুতিন ঘনিষ্ঠ কারও পক্ষেই রুশ প্রেসিডেন্টকে হত্যা করা সম্ভব বলে মনে করছেন ওই সাংসদ৷ লিন্ডসে গ্রাহাম একসময় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন৷

আরও পড়ুন: ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র, ভর্তি কিভের হাসপাতালে

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি৷ প্রায় কুড়ি বছর ধরে মার্কিন কংগ্রেসের সদস্য গ্রাহাম৷ ইউক্রেনে রাশিয়া যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে বলে অভিযোগ তুলে এ দিন মার্কন কংগ্রেসে নিন্দা প্রস্তাব পেশ করেছেন লিন্ডসে গ্রাহাম৷ যদিও গ্রাহামের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে মস্কো৷

ইউক্রেনে রুশ হামলার আজ নবম দিন৷ এখনও পর্যন্ত রাশিয়ার হানায় সাড়ে তিনশো জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন৷ দশ লক্ষের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন৷ যদিও রাশিয়ার দাবি, তারা আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে না৷ যদিও রাশিয়ার কথার সঙ্গে কাজের মিল থাকছে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: America, Russia, Ukraine crisis