#ওয়াশিংটন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) একনায়ক হিসেবে কটাক্ষ করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়ে দিলেন, ইউক্রেনে গিয়ে রাশিয়ার (Russia Attacks Ukraine) সঙ্গে সামরিক সংঘােত জড়াবে না আমেরিকার বাহিনী৷ তবে রাশিয়াকে আরও চাপে ফেলতে এ দিন আমেরিকা যে চেষ্টার ত্রুটি রাখবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে বাইডেন জানিয়েছেন, আমেরিকার আকাশপথ রুশ বিমানের জন্য বন্ধ করে দেওয়া হল৷ আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের হামলার ফল যাতে রাশিয়ার অর্থনীতি ভোগ করে, তা নিশ্চিত করা হবে৷ এই মুহূর্তে রাশিয়া যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে বলেও দাবি করেছেন বাইডেন৷
আরও পড়ুন: মুহূর্তে মানবদেহ পরিণত হতে পারে বাষ্পে, দৈত্যের নাম 'ভ্যাকুয়াম বোমা'! ইউক্রেনে ফেলেছে রাশিয়া?
রাশিয়াকে চাপে ফেলতে মূলত দু'টি মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমাদের মিত্র দেশগুিলকে সঙ্গে নিয়ে রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে৷ রাশিয়া যাতে প্রযুক্তির ব্যবহার না করতে পারে, তারও ব্যবস্থা করা হচ্ছে৷ এর ফলে রাশিয়ার অর্থনীতি এবং সেনা আগামী বছরগুলিতে দুর্বল হয়ে পড়বে৷'
বিশ্ব বাজারে তেল রপ্তানি রাশিয়ার অর্থনীতির বড় ভরসা৷ বাইডেন জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াকে চাপে ফেলতে নিজেদের কৌশলগত কারণে মজুত করে রাখা তেলের থেকে ষাট মিলিয়ন ব্যারেল ছেড়ে দিয়েছে আমেরিকা৷
পুতিনকে একনায়ক বলে আক্রমণ করে বাইডেন বলেন, 'একজন রুশ একনায়ক, একটি বিদেশি রাষ্ট্রে অভ্যুত্থান চালিয়েছেন৷ যার মূল্য চোকাতে হচ্ছে গোটা বিশ্বকে৷ গণতন্ত্র এবং একনায়তন্ত্রের মধ্য এই লড়াইয়ে গণতান্ত্রিক শক্তিগুলি সরব হচ্ছে৷ গোটা বিশ্বই স্পষ্ট ভাবে শান্তি এবং নিরাপত্তার পক্ষ নিচ্ছে৷'
আরও পড়ুন: ডাক্তারি পড়তে কেন ইউক্রেনকে বেছে নেন হাজার হাজার ভারতীয়রা? সুযোগ থেকে খরচ, কারণ একাধিক
রাশিয়ার আক্রমণের তীব্র নিন্দা করে বাইডেন বলেন, 'অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা সর্বদা জয়ী হবে৷ ছ' দিন আগে রাশিয়ার পুতিন মুক্ত বিশ্বের ভাবনার ভিতে আঘাত করেছিলেন৷ কিন্তু তাঁর হিসেবনিকেশে ভুল হয়ে গিয়েছিল৷ তিনি ইউক্রেনের মানুষের প্রতিরোধের মুখোমুখি হয়েছেন৷'
তবে আমেরিকা সহ অন্যান্য দেশগুলি যতই কড়া ব্যবস্থা নিক না কেন, ইউক্রেনে প্রতিরোধের মুখে পড়ে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে রুশ সেনা৷ কিভ সহ ইউক্রেনের একের পর এক শহরে আঘাত হানছে রাশিয়ার বোমারু বিমান৷ ইউক্রেনের প্রধান শহরগুলির প্রশাসনিক এবং আবাসিক বহুতলগুলিকে নিশানা করছে রুশ সেনা৷ খারকিভে স্থানীয় সরকারের প্রশাসনিক ভবনেও আঘাত হানে রুশ সেনা৷ এই হামলায় দশ জনের মৃত্যু হয়৷ আরও একটি আবাসিক বহুতলে হামলায় মৃত্যু হয় আটজনের৷ রুশ সেনার হামলায় প্রাণ হারিয়েছেন নবীন শেখরাপ্পা নামে এক ভারতীয় ছাত্রও৷
বাইডেন অভিযোগ করেছেন, ইউক্রেনে সম্পূর্ণ বিনা প্ররোচনায় এবং পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে রাশিয়া৷ মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, কূটনৈতিক পথে এই পরিস্থিতি হারানোর চেষ্টা হলেও ভ্লাদিমির পুতিন সেই পথের ধার ধারেননি ভ্লাদিমির পুতিন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joe Biden, Russia, Ukraine crisis, Vladimir Putin