#নিউইয়র্ক: বিমান ওড়ার সময় ডিউটিতে থাকাকালীনই মৃত্যু হল আমেরিকান এয়ারলাইন্সের এক বর্ষীয়ান কেবিন ক্রু-র ৷ ঘটনাটি ৫ জুলাই ঘটলেও বিমানসংস্থার তরফে সম্প্রতি জানানো হয় এই খবর ৷
বর্ষীয়ান ওই বিমানকর্মী ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন আমেরিকান এয়ারলাইন্সে ৷ তাঁর নাম জো টরমেস ৷ তিনি সেন্ট লুইসের বাসিন্দা ৷ মারা যাওয়ার দিন ওই ফ্লাইটে তাঁর স্ত্রী এলসা জেট-টরমেসও ছিলেন বলে জানা গিয়েছে ৷
বিমানসংস্থার তরফে টরমেসের মৃত্যুর খবর কর্মীদের একটি চিঠি মারফত জানানো হয় ৷ সেখানে লেখা ছিল, ‘‘ আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই জো টরমেসের সঙ্গে বহু বছর কাজ করেছেন ৷ এবং সবাই আমরা তাঁকে খুব মিস করব ৷ ’’ তাঁর বয়স ৬১ বছর বলে জানা গেলেও আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জো টরমেসের বয়সের কোনও কথা উল্লেখ করা হয়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: American Airlines