#মস্কো: সরাসরি যুদ্ধে না জড়িয়ে পড়লেও রাশিয়াকে জব্দ করার জন্য প্রথম দিন থেকে ইউক্রেনকে অস্ত্র পাঠিয়ে সাহায্য করে যাচ্ছে আমেরিকা। মিসাইল ছাড়াও আধুনিক আব্রাম ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এবার সবচেয়ে পরিক্ষিত যুদ্ধবিমান এফ ১৬ পেতে পারে ইউক্রেন বিমান বাহিনী। শোনা যাচ্ছে পুতিনকে শায়েস্তা করতে নিজেদের অন্যতম সেরা ফাইটার জেট এবার ইউক্রেনের হাতে তুলে দেবে আমেরিকা।
মার্কিন কংগ্রেস অবশ্য এই নিয়ে হালকা আপত্তি করেছে। তাদের দাবি এই বিমান নিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালালে তার পরিণতি ভয়ংকর হতে পারে। পুতিন এবং তার প্রতিরক্ষা মন্ত্রী আগেই জানিয়েছিলেন আধুনিক ট্যাঙ্ক যুদ্ধবিমান দিয়েও লাভ হবে না ইউক্রেনের। যুদ্ধক্ষেত্রে গুনে গুনে সেগুলো ধ্বংস করবে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার অভিযোগ, ওই হামলায় ১৪ জন নিহত হয়েছে এবং রোগী ও হাসপাতালের কর্মীসহ ২৪ জন আহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।
এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেন অবশ্য কোনো মন্তব্য করেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা নোভোইদার এলাকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে হামলাটি চালানো হয়েছে।
Since the Dutch F-16 announcement has generated more talks on #fighters for #Ukraine; a few thoughts. 1) The Ukrainian Air Force would absolutely benefit greatly from Western fighters in terms of air-to-air and (potentially) air-to-ground lethality. But there are caveats (1/10) pic.twitter.com/a0ARugrpkP
— Justin Bronk (@Justin_Br0nk) January 23, 2023
বিবৃতিতে আরো বলা হয়, পরিচিত এবং চালু থাকা বেসামরিক চিকিৎসা স্থাপনায় ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিঃসন্দেহে কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনতে হবে।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কনস্তানতিনিভকা শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২ জনেরও বেশি মানুষ।তিনি আরো বলেন, আবাসিক এলাকায় রাশিয়ার গোলাবর্ষণে একাধিক বহুতল ভবন, হোটেল, গ্যারেজ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia Ukraine War, Vladimir Putin