#আমেরিকা: হিমালয়ের রূপ দেখতে, কাছাকাছি ট্যুরিস্ট স্পটগুলিতে পর্যটকেরা ভিড় জমান সারা বছরই। এবার হিমালয়ের রূপ দেখা যাচ্ছে স্পেস থেকে। নিচে রাজধানী দিল্লির সিটি লাইটস, আর ঠিক তার উপরেই বরফে ঢাকা বিশাল হিমালয়ান রেঞ্জ। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে নাসা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একজন সদস্য নাকি তুলেছেন এই ছবি। ছবিটি শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, “বরফে ঢাকা অপরূপ হিমালয় পর্বত শৃঙ্গের এই লং-এক্সপোজার ছবি তুলেছেন আমাদেরই একজন ক্রিউ মেম্বার।” পৃথিবীর উচ্চতম এই পর্বত শৃঙ্গের সৃষ্টি হয়েছিল ৫০ মিলিয়ন বছর আগে, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের মহ্যে ধাক্কা লেগে। হিমালয়ান রেঞ্জের দক্ষিণ দিকে রয়েছে উত্তর ভারত এবং পাকিস্তানের অসম্ভব সুন্দর এবং উর্বর জায়গাগুলি। ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের লাহোরকেও দেখা যাচ্ছে এই ছবিতে। মাত্র এক দিন হয়েছে নাসা পোস্ট করেছে এই ছবি। এর মধ্যেই ছবিটি পেয়ে গিয়েছে ১.২ লক্ষ লাইক এবং অসংখ্য কমেন্ট। ইন্সটাগ্রাম ইউজাররা অনেকেই ‘অসাধারণ’, ‘ম্যাজিকাল’ ইত্যাদি লিখে প্রশংসা করেছে ছবিটির। নাসা অবশ্য এরকম ছবি পোস্ট এই প্রথম করেনি। এবছরের শুরুর দিকে, নাসা’র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একজন অ্যাস্ট্রোনটের তোলা অসাধারণ একটি ভিডিও শেয়ার করেছিল এই স্পেস এজেন্সি।