#নয়াদিল্লি: ইতিহাস লেখার অপেক্ষায় এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের টিম৷ বিশ্বের সবথেকে দীর্ঘ ও কঠিন বিমান পথ পার করতে চলেছেন তাঁরা৷
ককপিটে থাকছেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, ক্যাপ্টেন পাপাগরি থানমাই, ক্যাপ্টেন আকাঙ্খা সোনাওয়ারে ও ক্যাপ্টেন শিবাণী মানহাস৷
আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু উড়ে আসবেন তাঁরা সুমেরুর ওপর দিয়ে৷ এক টানা ১৭ ঘণ্টা, না থেমে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমান চালাবেন জোয়া অ্যান্ড কোং৷ প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে প্রমিলা বাহিনী৷
ফ্লাইট এআই ১৭৬-এর লিড পাইলট জোয়া জোয়া ২০১৩ সালে সব চেয়ে কম বয়সী মহিলা পাইলট হিসাবে বোয়িং-৭৭৭ বিমান উড়িয়েছিলেন। এবার তিনিই এই দলকে নেতৃত্ব দিচ্ছেন৷ অভিযানের আগে উচ্ছ্বসিত জোয়া৷ তিনি বলছেন, "১৬ হাজার কিলোমিটারের পথ৷ আমরা বিশ্বের দীর্ঘতম বিমান পথে যাত্রা করব৷ আমরা উত্তর মেরুর ওপর দিয়ে ওড়ার চেষ্টা করব৷ কিন্তু সৌর বিকিরণ ও টার্বুলেন্সের মতো একাধিক ফ্যাক্টর এর সঙ্গে জড়িয়ে আছে৷ আমরা দৃড় প্রতিজ্ঞ৷ আশা করছি সব রেকর্ড ভেঙে দিতে পারব৷" দেখতে গেলে আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷
শনিবার অর্থাৎ আজ ফ্রান্সিসকোর সময় রাত সাড়ে আটটায় জোয়ারা বিমানে চাপবেন৷ এই টিমের আরেক পাইলট ক্যাপ্টেন পাপাগরি বলছেন, "আমরা সান ফ্রান্সিকো থেকে সিটল হয়ে ভ্যাঙ্কুভারের দিকে যতটা সম্ভব ৮২ ডিগ্রি উত্তরে যাব৷ দেখতে গেলে আমরা হয়তো সুমেরুর ঠিক ওপর দিয়ে আসব না, তবে তার পাশ দিয়েই৷ এরপর আমরা দক্ষিণে রাশিয়া হয়ে আরও দক্ষিণগামী হয়ে বেঙ্গালুরুর পথ ধরব৷"
Air India’s woman power flies high around the world.
All women cockpit crew consisting of Capt Zoya Aggarwal, Capt Papagari Thanmai, Capt Akansha Sonaware & Capt Shivani Manhas will operate the historic inaugural flight between Bengaluru & San Francisco.@airindiain @MoCA_GoI pic.twitter.com/HKT6IYo2Dw — Hardeep Singh Puri (@HardeepSPuri) January 9, 2021
এয়ার ইন্ডিয়ার বিমান নিরাপত্তা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাপ্টেন নিবেদিতা ভাসিনও এই বিমান সফর করবেন৷ তিনি জানিয়েছেন এটাই প্রথম আমেরিকার পশ্চিম উপকূল থেকে দক্ষিণ ভারতের ননস্টপ বিমান পথের যাত্রা হতে চলেছে৷ এদিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীও ট্যুইট করে এই খবর জানিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India