corona virus btn
corona virus btn
Loading

ফিরে দেখা ২০১৭: ৩৭ বছর রাজত্বের পর গদিচ্যুত মুগাবে

ফিরে দেখা ২০১৭: ৩৭ বছর রাজত্বের পর গদিচ্যুত মুগাবে
Robert Mugabe

৩৭ বছর রাজত্বের পর গদিচ্যুত মুগাবে

  • Share this:

৩৭ বছর রাজত্ব করার পর ইমপিচমেন্টে শেষ জিম্বাবোয়ের দীর্ঘতম প্রেসিডেন্ট, রবার্ট মুগাবের কার্যকাল। ১৯৮০ সালে স্বাধীনতার পর প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্রমে তাঁর বিরুদ্ধে জনমনে ক্ষোভ বাড়তে থাকে। দূরত্ব বাড়ে সেনার সঙ্গেও।

এক সময় যাঁদের সঙ্গে লড়াই চালিয়েছিলেন মুগাবে, সেই প্রাক্তন সেনানায়কদের সঙ্গে দূরত্বই কাল হল। নভেম্বরের শুরুতে কানাঘুষো শোনা যাচ্ছিল সেনা অভ্যুত্থান নিয়ে। ১৫ নভেম্বর মুগাবে ও তাঁর পরিবারকে গৃহবন্দি করা হল। ক্ষমতায় অবসান হল ভাইস-প্রেসিডেন্টকে।

২০১৭ সালের নভেম্বর ২১। সরকারিভাবে ঘোষণা হল মুগাবের সরে দাঁড়ানোর কথা। পার্লামেন্টে চিঠি পড়ে শোনালেন স্পিকার। উচ্ছ্বাসে ভাসল জিম্বাবোয়ে।

First published: December 27, 2017, 4:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर