ইসলামাবাদ: আফগানিস্তানে অশান্তির বাতাবরণের মধ্যেই এবার পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিল আফগানিস্তান ৷ সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়ের অপহরণ ও নির্যাতনের ফলেই এই সিদ্ধান্ত। এর ফলে দু’দেশের সম্পর্ক আরও খারাপ হল বলেই মনে করা হচ্ছে ৷
এদিকে আফগানিস্তানে তালিবানদের দাপট চলছেই ৷ আমেরিকার সেনারা ধীরে ধীরে নিজেদের দেশে ফিরে যাওয়া শুরু করতেই তালিবানরা নিজের আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে ৷ একটু একটু করে ক্রমেই গোটা দেশটাই নিজেদের দখলে করে নিতে চায় তালিবানরা ৷ আফগানিস্তান সরকার অবশ্য বিভিন্ন সময়ে দাবি করছে, যে অবস্থা ততটাও খারাপ নয়, যতটা পশ্চিমী সংবাদমাধ্যমগুলি প্রচার করছে ৷ দেশের অধিকাংশ অঞ্চলই এখনও আফগান সেনার নিয়ন্ত্রণেই রয়েছে ৷
তালিবান প্রধানও একটি বিবৃতিতে জানিয়েছেন, আশা করা হচ্ছে, বৈঠকে দু’পক্ষের মধ্যে আলোচনা শান্তিপ্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করবে। তালিবান প্রধান জানিয়েছেন, তাঁরা যুদ্ধ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ৷ কিন্তু বিরোধীরা যে ভাবে ‘সময় নষ্ট করছে’ তাতে তীব্র ক্ষোভ জানিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Pakistan