Home /News /international /
ছেলের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় আফগানিস্তানে ভিটে ছাড়া পরিবার!

ছেলের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় আফগানিস্তানে ভিটে ছাড়া পরিবার!

  • Share this:
    #নয়াদিল্লি: গুটি গুটি পায়ে এগিয়ে আসছে দু’বছরের ডোনাল্ড ট্রাম্প।   ঘাবড়ে গেলেন নাকি? অবশ্য ঘাবড়ানোরই কথা৷ তবে বিশ্বাস করুন এ এক্কেবারে গালগল্প নয়৷ এই ডোলান্ড ট্রাম্পের জন্ম দু’হাজার ষোলো সালের অগাস্ট মাসে কাবুলের এক শিক্ষক পরিবারে। সাধ করে তার নামটি রেখেছিলেন বাবা আসাদুল্লা৷ তবে ছেলের এমন নাম রাখায় ভিটে মাটি হারা হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি৷  ভিটে-মাটি হারিয়ে আজ আফগানিস্তানে একঘরে শিক্ষক আসাদুল্লা। প্রথমে পরিবার তারপর পড়শিদের চাপে এখন একঘরে শিক্ষক পরিবার। এতেও দমার পাত্র নন আসাদুল্লা। দাবি করেছেন মেয়ে হলে নাম রাখবেন ইভাঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে পড়াশুনা করে ফেলেছিলেন বাবা আসাদুল্লা পোয়া। ‘ট্রাম্প, হাউ টু গেট রিচ’ পুশতুতে এই বইয়ের অনুবাদ পড়ে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে মুগ্ধ হয়েছিলেন আফগান এই শিক্ষক। তাই ছেলেকে প্রথমবার দেখার পর নাম রাখতে আর কোনও দ্বিধা করেননি। কিন্তু বাদ সাধল পরিবার। নাতির অ-মুসলিম নামে গোঁসা করলেন দাদু। স্থানীয় গ্রামসভায় ডাকা হল আসাদুল্লাকে। হুকুম করা হল গ্রাম ছাড়ার। বাবাও ত্যাজ্য পুত্র করলেন তাঁকে। পরিবার, ঘর-বাড়ি, জমি-জিরেত ছেড়ে আসাদুল্লাও বেরিয়ে পড়েছিলেন। বড় ছেলে করিম ও মেয়ে ফতিমাকে নিয়ে উঠেছিলেন এক কামরার ঘরে। বেশ চলছিল। আবার বিপত্তি সেই ট্রাম্পের নামে। এবার পড়শিরা বাড়িওয়ালার উপর চড়াও হয়ে দাবি করেছে, এখুনি বার করে দিতে হবে পোয়া পরিবারকে। তবে ভাঙলেও, মচকাচ্ছেন না আসাদুল্লা। পণ করেছেন ট্রাম্পের নাম বদলাবেন না। ঘর ছেড়েছেন তবে দেশ ছাড়বেন না। উদ্বাস্তু হয়ে থাকলেও ছোটো ছেলে নাম থাকবে ডোনাল্ড ট্রাম্পই। সঙ্গে দাবি, আবার মেয়ে হলে এবার নাম রাখবেন ইভাঙ্কা !  
    First published:

    Tags: Afghanistan, Donald Trump, US president

    পরবর্তী খবর