#কাবুল: আফগানিস্তানে(Afghanistan) তালিবানদের (Taliban) হাতে মৃত্যু হয়েছে পরিবারের চার জনের। আফগান অভিনেত্রী মালিশা হিনা খান (Malisha Heena Khan) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানালেন। মালিশা থাকেন ভারতে। আর তাই নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি। আফগান অভিনেত্রী জানিয়েছেন, পরিবারের চার সদস্যের মধ্যে ছিলেন তাঁর কাকু যিনি আফগানিস্তান সরকারের পরিবহন মন্ত্রকে এক সময়ে কাজ করেছিলেন।
পরিবারের চার সদস্য গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময়ে তালিবানদের গুলিতে মৃত্যু হয় তাঁদের। জানিয়েছেন মালিশা। সেই চার জনের মধ্যে তাঁর খুড়তুতো দুই ভাইবোনও ছিলেন। ভারত সম্পর্কে মালিশা বলেছেন, আমরা সত্যিই ভাগ্যবান ভারতে থাকতে পেরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর জন্য ধন্যবাদ।
মালিশা আরও জানিয়েছেন যে এখনও তাঁর পরিবারের ৪-৫ জন আটকে রয়েছেন আফগানিস্তানে। কোনও রকমে নিজেদের লুকিয়ে রেখেছেন তাঁরা তালিবানদের থেকে। টুইট করেই মালিশা বলছেন, খারাপ খবর আসছে আফগানিস্তান থেকে। আমার পরিবারের চারজন সদস্যকে আমরা হারিয়েছি। তাঁদের মধ্যে ছিলেন আমার কাকু যিনি আফগানিস্তান সরকারের পরিবহন মন্ত্রকে এক সময়ে কাজ করেছিলেন। এছাড়া আমার ২ খুড়তুতো ভাইবোন ছিলেন।
Sad news coming in from Afghanistan. My family lost 4 members including my uncle, who worked for the Afghan Govt in the Ministry of Transportation, and two cousins. #Afganistan #Kabul #Taliban
— Malisha Heena Khan (@OfficialMalisha) August 23, 2021
আরও একটি টুইট করে মালিশা লিখছেন, আফগানিস্তানে আমার বোনেদের ধর্ষণ করেছে তালিবানরা এরা এখন দরজায় দরজায় গিয়ে ঘর থেকে মহিলাদের তুলছে. ১৪ বছরের মেয়েদেরও জোর করে বিয়ে করছে। প্রতিদিন গণধর্ষণ করা হচ্ছে। প্রায় ১০ জন মিলে ধর্ষণ করছে। নারীদের অবস্থান ভারতে সুরক্ষিত এমনও বলেছেন মালিশা। তিনি বলছেন, বিশ্বে অন্য দেশের থেকে ভারত অনেকটাই নিরাপদ।
My sisters in #Afghanistan were gang-raped by several men of #Taliban who are going door-to-door, picking up women, young girls, some as young as 14 & forcibly marrying them. They are then subjected to brutal gang-rape every day, at times by as much as 10 men. @POTUS @VP @UN @CNN
— Malisha Heena Khan (@OfficialMalisha) August 25, 2021
প্রসঙ্গত ২০১৮ সালেও খবরে উঠে এসেছিলেন মালিশা। সেই সময়ে পাকিস্তানি গায়িকা রাবি পিরজাদার নগ্ন ভিডিও ছড়ায়। তখন গায়িকাকে সমর্থন করেছিলেন মালিশা। বিতর্কে জড়িয়েছিলেন আফগান অভিনেত্রীও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan