#ভার্জিনিয়া: বিশ্ব লড়ছে করোনা ভাইরাসের সঙ্গে। মানুষকে গৃহবন্দি রেখে করা হচ্ছে এই ভাইরাসের মোকাবিলা। ভারতেও চলছে চার দফার লকডাউন। করোনা আক্রান্ত মানুষকে রাখা হচ্ছে সবার থেকে আলাদা করে। এই সময় কাউকে ছোঁয়া বারণ। মানতে হবে সোশ্যাল দূরত্ব। কিন্তু বয়স্ক মায়ের জন্য কেঁদে উঠলো মেয়ের মন।
মাকে দেখতে চলে এল মেয়ে। কিন্তু মাকে ছোঁয়া যাবে না। করোনা ভাইরাসের জন্য মায়ের থেকে থাকতে হবে দূরে। এবার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে মেয়ে পরে নিল হিপো পোশাক। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পোশাক পরেই মাকে জড়িয়ে ধরলো মেয়ে। পোশাক স্যানিটাইজ করা ছিল। মায়ের কাছে পৌঁছে চিৎকার শুরু করে মেয়ে। হিপোর পোশাকে মেয়েকে দেখে ছুঁটে এলেন মা। মা-ম মেয়ের এই দৃশ্য ট্যুইটারে শেয়ার হয়। ভাইরাল এই ভিডিও দেখে চোখের জলে ভাসছেন সকলে। ভিডিওটি ভার্জিনিয়ার, স্টিফেন শহরের।
A woman put on a sterilized hippo costume so that she could hug her mother, a resident at Fox Trails Assisted Living in Stephens City, Virginia pic.twitter.com/k03ZvEX1kM