• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ককপিটে আরামে ঘুমাচ্ছেন পাইলট! ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত করা হল

ককপিটে আরামে ঘুমাচ্ছেন পাইলট! ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত করা হল

Pic: YouTube

Pic: YouTube

গত বুধবার তাইওয়ানের একটি টিভি চ্যানেল EBC ভিডিওটি সম্প্রচার করার পরই তা ভাইরাল হয়ে যায় ৷

 • Share this:

  #বেজিং: ককপিটে বসেই আরামে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন খোদ পাইলট ৷ এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁকে বরখাস্ত করল চায়না এয়ারলাইন্স ৷ গত সপ্তাহে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিমান চালকের নাম ওয়েঙ্গ জিয়াকি ৷ ওয়েঙ্গের কো-পাইলট ভিডিও-টি শুট করেন ৷ ভিডিওটি ভাইরাল হতেই বরখাস্ত করা হয় ওয়েঙ্গকে ৷ তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না সেটি মাঝ-আকাশে শুট করা নাকি উড়ানের আগে ন্যাপ নিচ্ছিলেন ওই চালক ৷ চায়না এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ছিলেন ওয়েঙ্গ ৷ ২০ বছর ধরে চাকরি করছেন তিনি ৷ গত বুধবার তাইওয়ানের একটি টিভি চ্যানেল EBC ভিডিওটি সম্প্রচার করার পরই তা ভাইরাল হয়ে যায় ৷

  First published: