#লন্ডন: ক’দিন আগেই আশা জেগেছিল একটি খবরে। বিশ্ব জোড়া লকডাউনের ফলে পরিবেশের উন্নতি হয়েছে। তাই ওজন স্তরের ক্ষয় কমে গিয়েছে অনেকটাই। বুজে গিয়েছে ছিদ্র। পৃথিবী নিজের মতো করে নিজেকে সারিয়ে তোলার কাজ করছে। কিন্তু এই নতুন খবরে ঘুম উড়েছে বিজ্ঞানীদের।
তাঁরা জানিয়েছেন, উত্তর মেরুতে ওজন স্তরে আবারও একটি ছোট ছিদ্র দেখা দিয়েছে। স্ট্যাটোস্ফিয়ারে তাপমাত্রা অত্যাধিক কমে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ওজন স্তরের এই ছিদ্রকে তাঁরা মিনি হোল বলছেন। উত্তর মেরুর ঠিক ওপরেই এই ছিদ্র তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ইউরোপীয় স্পেস এজেন্সি এই খবর প্রকাশ করে উদ্বেগের কথা জানিয়েছে।
কোপারনিকাস সেন্টিনাল–৫পি স্যাটেলাইট ব্যবহার করে এই তথ্য তাঁরা পেয়েছেন বলে দাবি করেছেন। ওজন স্তর পৃথিবীর জীবন রক্ষা করে। কারণ, সূর্য থেকে আগত একাধিক ক্ষতিকর রশ্মি, যার মধ্যে অতিবেগুনী রশ্মিও পড়ছে, সেগুলিকে আটকে দেয় ওজন স্তর। যার ফলে বাতাসের ভারসাম্য বজায় থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের এই স্তর না থাকলে পৃথিবীতে জীবনের সঞ্চার হত না কোনওদিনই। তাই এর ক্ষতি হওয়া মানে মানব সভ্যতার সংকট তৈরি হওয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arctic, Ozonehole, Ozonelayer