corona virus btn
corona virus btn
Loading

ঘণ্টায় গতিবেগ ১১৯ কিমি, টুক টুক-এ সর্বোচ্চ গতি তুলে রেকর্ড গড়লেন দুই ভাই

ঘণ্টায় গতিবেগ ১১৯ কিমি, টুক টুক-এ সর্বোচ্চ গতি তুলে রেকর্ড গড়লেন দুই ভাই

বিশ্ব রেকর্ড গড়ে দারুণ খুশি ম্যাট ও রাসেল ৷ তাঁদের ইচ্ছা এরপর ১৬০ কিমি গতিবেগে টুক টুক ছোটাবেন তাঁরা ৷

  • Share this:

#ইয়র্কশায়ার: একটি মোটর স্পোর্টস ইভেন্টে ১১৯.৫৮৩ কিমি গতিবেগে টুক টুক চালিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ম্যাট এভারার্ড ও রাসেল শেরম্যান ৷ সম্পর্কে তাঁরা দুই মাসতুতো ভাই ৷ নিজেদের হাতে তৈরি টুক টুক চালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছেন ম্যাট ও রাসেল ৷ টুক টুকের চালকের আসনে বসেছিলেন ম্যাট ৷ যাত্রীর আসনে বসেছিলেন রাসেল ৷ নিজের হাতে মডিফাই করা টুক টুক নিজেই চালাচ্ছিলেন ম্যাট ৷ ম্যাট ব্রিটেনের একজন ব্যবসায়ী। মাস পাঁচেক আগে তিনি থাইল্যান্ডের একটি টুকুটুক কিনে সেটিকে মডিফাই করা শুরু করেছিলেন। অটোতে তিনি ১৩০০ সিসির ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন লাগান। এরপরেই সেই টুক টুক নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েন দুই ভাই ৷ বিশ্ব রেকর্ড গড়ে দারুণ খুশি ম্যাট ও রাসেল ৷ তাঁদের ইচ্ছা এরপর ১৬০ কিমি গতিবেগে টুক টুক ছোটাবেন তাঁরা ৷

First published: May 15, 2019, 3:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर