#মিসৌরি: সুসি টোরেস, সাঁতার করে ওঠার পর থেকেই বাঁ কানে অসুবিধা বোধ করছিলেন ৷ প্রথমে ভেবেছিলেন সুইমিং পুলে সাঁতার কাটার সময়ে কোনওভাবে কানে জল ঢুকে গেছে ৷ মঙ্গলবার ঘুম থেকে ওঠার পর কানে যখন অসুবিধা হচ্ছে দেখেন তখন ভাবেন নিশ্চয় কোনও ইনফেকশন হয়ে গেছে ৷
এরপর চিকিৎসকের কাছে যান কানসাস সিটি-র তরুণী সুসি ৷ সেখানে দেখতে গিয়ে চিকিৎসকরা হতবাক ৷ সুসির কানে ঢুকে বসেছিল একটি বিষাক্ত খয়েরি রঙের মাকড়সা ৷ ফক্স নিউজকে এই মারাত্মক ঘটনার খবর জানান মিসৌরীর কানসাস সিটির হাসপাতাল ৷
সুসি কান থেকে প্রথমে ভেবেছেন একটা পোকা ঢুকেছে আর তাতেই চিকিৎকার করতে করতে বেরোন ডাক্তারের ঘর থেকে, ডাকতে থাকেন বন্ধুদের ৷ তখনও তিনি বুঝতে পারেননি কানে ছিল আস্ত একটা বিষাক্ত মাকড়সা ৷ জানার পর তিনি কানের তুলোর ডেলা গুঁজে ঘুমনো শুরু করছেন ৷
খয়েরি রঙের এই বিষাক্ত মাকড়সা যদি কামড়াতো তাহলে ব্যাথা , ঘুম ঘুম ভাব, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো নানারকম লক্ষণ দেখা দিত ৷ খয়েরি রঙের এই মাকড়সার নাম ‘violin spiders’ ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।