হোম /খবর /বিদেশ /
একটি অতি ক্ষুদ্র মুখের লালার বিন্দুতে কতগুলি করোনা থাকতে পারে? বাঁচাবে মাস্ক

COVID19| একটি অতি ক্ষুদ্র মুখের লালার বিন্দুতে কতগুলি করোনা থাকতে পারে? বাঁচার উপায় মাস্ক

Sneezing

Sneezing

তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলিতে খুব ভাইরাস সংক্রমণ হয়৷ তার কারণ, এই দেশগুলিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখেন নাগরিকরা৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বিভিন্ন রাজ্য মাস্ক পরার উপর জোর দিচ্ছে৷ মুখে হাত দিতে বারণ করা হচ্ছে৷ হাঁচলে নির্দিষ্ট দূরত্ব মানতে বলা হচ্ছে৷ আসলে এই সব কিছু তো করোনা ভাইরাসকে রুখতে৷ বিশেষজ্ঞরা বলছেন, মুখের লালার ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ফোঁটাতেও লক্ষ লক্ষ করোনা ভাইরাস থাকতে পারে৷ ৪০ থেকে ২০০ মাইক্রোবেই সংক্রমণ ঘটে যায়৷ অর্থাত্‍ কোনও সুস্থ ব্যক্তি যদি অত্যন্ত অল্প এক ফোঁটা করোনা রোগীর লালার সংস্পর্শে আসেন, তিনি সংক্রামিত হবে মুহূর্তে৷

চিনের বিখ্যাত মাইক্রোবায়োলজিস্ট ইউয়ান কক ইয়াংয়ের কথায়, 'ভাইরাসের একটি পার্টিকলে সংক্রমণ হয় না৷ অন্ত ৪০ থেকে ২০০টি ভাইরাল পার্টিকল লাগে সংক্রমণের জন্য৷ এই ভাইরাসগুলি নাক দিয়ে ঢোকে বা মুখ দিয়ে৷ সোজা শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়৷ বড় ধরনের পার্টিকলগুলি আমরা বলে রেসপিরেটরি ড্রপলেট৷ কয়েক লক্ষ ভাইরাস থাকে৷'

তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলিতে খুব ভাইরাস সংক্রমণ হয়৷ তার কারণ, এই দেশগুলিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখেন নাগরিকরা৷

একাধিক বিতর্কের পরে ইউরোপের দেশগুলি ও মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে Covid-19 রুখতে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি৷ তাঁর কথায়, 'এন ৯৫ মাস্ক হয়তো সব সময় পাওয়া যায় না৷ সার্জিক্যালস মাস্কেরও চাহিদা অনেক৷ কিন্তু একটু কম কার্যকরী মাস্কও অন্তত ব্যবহার করা উচিত, একেবারে মাস্ক-হীন থাকার চেয়ে৷'

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, Coronavirus Pandemic