#সাইবেরিয়া: প্রভু ভক্তির এক অনবদ্য নিদর্শন ৷ এমনিতেই কুকুকে বলা হয় প্রভু ভক্ত প্রাণী ৷ মালিকের প্রতি ভালবাসা বা আনুগত্য যাই হোক না কেন এ এক অনন্য নজির ৷ প্রায় ২০০ রিমি হেঁটে মালিকের কাছে পৌঁছেছে পোষ্য ৷ সাইবেরিয়ার জঙ্গলে বন্য শাপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে প্রভুর কাছে পৌঁছেছে ৷
সূত্রের খবর নস্লের এই কুকুরটির নাম মারু ৷ মালিক তাকে ছেড়েছে কেননা তার অ্যালার্জির কারণে একটি ট্রেনে রাখা হয়েছিল ৷ কোনও একটি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছে সারমেয় ৷ অন্ধকারে সবার নজর এড়িয়ে পালিয়ে এসেছে ৷
অনেক দিন খোঁজ খবরের পরে তার পুরনো মালিকের সন্ধান পেয়েছে ৷ যে মালিক ৬ মাস আগে তাঁর পোষ্যকে ছেড়ে দিয়েছিলেন ৷