#কলকাতা: ভাইরাল হওয়ার জন্য কত কিনা করছেন নেটিজেনরা ৷ তবে শুধু নিজেই হচ্ছেন না ভাইরাল ৷ নিজের আশ-পাশের লোকজনকেও ভাইরাল করছেন সেকেন্ডে ৷ এই যেমন এক শিশুর দুধ খাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় একেবারে হইচই ফেলে দিয়েছে ৷ যা দেখে রীতিমতো তাক লেগেছে নেটিজেনদের ৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিশুটির ভিডিওতে দেখা গিয়েছে, ফিডিং বোতল মুখে শুয়ে শুয়ে দুধ খাচ্ছেন শিশুটি ৷ হঠাৎই বোতল থেকে হাত ছেড়ে দিয়ে, পা দিয়েই বোতল ধরে দিব্য দুধ খেয়ে চলেছে শিশুটি ৷
ভিডিওটি ঠিক কোথায় শ্যুট হয়েছে তা অবশ্যই জানা যায়নি ৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা হিন্দি গানের সঙ্গে বেশ ভাইরাল হয়েছে ৷
দেখুন ভিডিও---