#ব্রাজিল: আমাজনের গভীর জঙ্গলে হঠাৎই দেখা মিলল জলজ প্রাণীর ৷ ৩৬ ফুট লম্বা একটি হ্যাম্পব্যাক তিমির দেহ মিলল ব্রাজিলের মারাজো দ্বীপে ৷ যা দেখে বিস্মিত পরিবেশবিদরা ৷
ওই মারাজো দ্বীপে কাজ করেন বিচো ডি’য়াগুয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার একদল কর্মী ৷
তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সম্ভবত তিমিটির এখানে আসার একমাত্র কারণ সমুদ্রের ঢেউ ৷ আমাজন নদী থেকে মাত্র ১৫ মিটার দূরে তিমির মৃতদেহটি পাওয়া গিয়েছে ?