হোম /খবর /বিদেশ /
১২ বছরের মেয়েকে জোর করে মদ খাইয়ে, জুয়া খেলতে বাধ্য করল মা !

১২ বছরের মেয়েকে জোর করে মদ খাইয়ে, জুয়া খেলতে বাধ্য করল মা ! ঘটনায় গ্রেফতার এক !

১২ বছরের মেয়েকে বড়দের মতো করে সাজিয়ে, খোলা মেলা পোশাক পরিয়ে ক্যাসিনোতে নিয়ে আসে তার মা।

  • Last Updated :
  • Share this:

#সিডনি: সারা বিশ্ব লড়াই করছে করোনার সঙ্গে। মানুষ বাঁচা-মরার লড়াইতে ব্যস্ত। বেশির ভাগ দেশেই এখনও বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে বিনোদনের সঙ্গে জড়িত সব কিছুই। জমায়েত এড়াতেই এই ব্যবস্থা নিতে হচ্ছে বিভিন্ন দেশের সরকারকে। তবে এর মধ্যেও মানুষের অপরাধ প্রবণতা কিন্তু কমছে না। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এক ঘটনা চমকে দিয়েছে সকলকে।

সিডনিতে অবস্থিত একটি ক্যাসিনোতে এক ১২ বছরের মেয়েকে মদ খাইয়ে, জুয়া খেলতে বাধ্য করা হয়। সব থেকে অবাক কাণ্ড এই ঘটনা ঘটিয়েছে ওই নাবালিকার মা। নিজের ১২ বছরের মেয়েকে বড়দের মতো করে সাজিয়ে, খোলা মেলা পোশাক পরিয়ে ক্যাসিনোতে নিয়ে আসে বাচ্চাটির মা। এমকি নিজের মেয়েকে মদ খেতে বাধ্য করে। সেই সঙ্গে জুয়ার আসরেও বসিয়ে দেয়।

তবে এই ঘটনা সামনে আসতেই পুলিশ ওই ক্যাসিনোর বিরুদ্ধে ৯০ হাজার ডলার জরিমানা চাপায়। সেই সঙ্গে ওই নাবালিকার মাকে গ্রেফতার করা হয়। জোর করে নাবালিকাকে দিয়ে এই কাজ করানোতে শাস্তি হবে তার।

Published by:Piya Banerjee
First published:

Tags: Australia