#কলকাতা: হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা৷ বিশ্বজুড়ে করোনায় মৃত বেড়ে ৮৮ হাজার৷ বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১৫ লক্ষ মানুষ৷ শুধুমাত্র আমেরিকায় মৃত প্রায় ১৪ হাজার৷ পরপর ২ দিনে ১৮০০-জনের বেশি মৃত্যু হয়েছে৷ অন্যদিকে ইতালিতে করোনায় মৃত প্রায় ১৭ হাজার৷ স্পেনে করোনায় মৃত প্রায় ১৪ হাজার৷ ফ্রান্সেও করোনায় মৃত প্রায় ১০ হাজার৷ এর পাশাপাশি ব্রিটেনে করোনায় মৃত প্রায় ৭ হাজার৷ তবে ভাল খবর এই যে বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন প্রায় ৩ লক্ষ ২৯ হাজার৷
পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭১৷ ১১টি পরিবারের ৬১ আক্রান্ত৷ বুধবার এই তথ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, লকডাউনের মেয়াদ বাড়তে পারে৷ এটা মানবিক ভাবে দেখা উচিত৷ তাঁর কথায়, 'কড়াকড়ি হোক৷ বাড়াবাড়ি নয়৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19