Home /News /international /
Ukraine Crisis: ইউক্রেনকে বাঁচাতে সেনায় যোগ দিতে এলেন ৮০ বছর বৃদ্ধ নাগরিক! ভাইরাল ছবি

Ukraine Crisis: ইউক্রেনকে বাঁচাতে সেনায় যোগ দিতে এলেন ৮০ বছর বৃদ্ধ নাগরিক! ভাইরাল ছবি

Ukraine Crisis

Ukraine Crisis

নিজের নাতি-নাতনিদের মুখের দিকে তাকিয়া তাই ইউক্রেনের সেনায় যোগ দিতে এসেছেন তিনি (Ukraine Crisis)।

 • Share this:

  #কিভ: ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। দেশের একের পর এক শহরে ঢুকে পড়ছে রুশ সেনারা (Ukraine Crisis)। নিজেদের দেশকে বাঁচাতে মরিয়া ইউক্রেনের বাসিন্দারা (Ukraine Crisis)। এমনই ভয়াবহ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বৃদ্ধের ছবি (Viral News)। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ নিজের দেশ ইউক্রেনকে কোনও ভাবেই রাশিয়ার দখলে চলে যেতে দেখতে রাজি নন। নিজের নাতি-নাতনিদের মুখের দিকে তাকিয়া তাই ইউক্রেনের সেনায় যোগ দিতে এসেছেন তিনি (Ukraine Crisis)।

  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, একটি ব্যাগ হাতে সেনা জওয়ানের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন ওই বৃদ্ধ। সেনাকে তিনি বোঝানোর চেষ্টা করছেন, কেন তিনি এই বয়সে সেনাবাহিনীতে যোগ দিতে এসেছেন। কোন জায়গায় ঘটেছে এই ঘটনা তা জানা না গেলেও, ইউক্রেনের বিপদের দিনে দেশবাসীর এমন বিরল নজির বিশ্ববাসীর চোখ এড়িয়ে যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

  আরও পড়ুন: ভবিষ্যৎ আছে কিনা জানা নেই, 'যুদ্ধে' যাওয়ার আগে বিয়ে করলেন ইউক্রেনের যুগল!

  একটি পোস্টে জানা গিয়েছে, '৮০ বছরের এক বৃদ্ধ ইউক্রেনের সেনায় যোগ দিতে চান। একটি ছোট ব্যাগে করে তিনি দুটি টি-শার্ট, দুটি বাড়তি প্যান্ট, একটি দাঁত মাজার ব্রাশ ও কয়েকটি স্যান্ডউইচ নিয়ে হাজির হয়েছেন সেনার কাছে। তাঁর দাবি, নিজের নাতি-নাতনিদের জন্যই তিনি সেনায় যোগ দিতে চান।' ইউক্রেনের ফার্স্ট লেডি কেটেরিনা ইয়ুশচেঙ্কো ট্যুইটারে শেয়ার করেছেন এই ছবিটি।

  আরও পড়ুন: একেই বলে সাহস! সামনেই বন্দুকধারী রুশ সেনা, ইউক্রেনের এই মহিলা যা করলেন...দেখুন

  সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসা পেয়েছে এই ছবিটি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এটি। কয়েকদিন আগেই দেশরক্ষার কাজে যোগ দেওয়ার আগে ইউক্রেনের এক যুগলের বিয়ের ছবি নজর কেড়েছিল দেশবাসীর। প্রাণ বাঁচাতে অনেকে বাঙ্কারে, সাবওয়েতে আশ্রয় নিয়েছেন। এমন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া নিজের দেশে আচমকাই সব বদলে গিয়েছে। ফলে কোনও কিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নেন ইয়ারিনা আরিভা ও তাঁর সঙ্গী স্যাতোসলভ ফারসিন।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Russia Ukraine War, Ukraine crisis

  পরবর্তী খবর