#বাংলাদেশ: আমরা অনেকেই আছি ভগবানকে বিশ্বাস করি না। কিন্তু কখনও কখনও জীবন আমাদের এমন কিছু সৃষ্টি বা শিল্পের সামনে এসে দাঁড় করায় যখন আমরা ভাবতে বাধ্য হই, যে সত্যিই কী কোনও তৃত্বীয় শক্তি আছে ! না হলে এই আট বছরের মেয়ের কণ্ঠে এমন সুর কোথা থেকে আসে ! হ্যাঁ অবশ্যই তালিম প্রয়োজন। কোনও তালিম ছাড়াই মেয়েটি অনায়াসে গাইছে কঠিন কঠিন গান। এমন মিষ্টি গলা আর সুর যা গোটা নেটিজেনদের মন ভরিয়ে রেখেছে।
মেয়েটির নাম লিউনা তাসনিম সাম্য। তিনি তামিম আল ইয়ামীনের মেয়ে। তাঁর বাবা বাংলাদেশের জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর আট বছরের ছোট্ট মেয়ের গলায় ভগবান সুর ঢেলে দিয়েছেন। ইয়ামীন নিজেও খুব ভাল গান করেন। নৌকা বাইতে বাইতে এই মেয়ে গেয়ে ফেললেন গোটা একটা গান। দেখুন সেই ভাইরাল ভিডিও----