corona virus btn
corona virus btn
Loading

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, স্টেজ ৪ ক্যানসারকে হারাল ৮ বছরের বালক

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, স্টেজ ৪ ক্যানসারকে হারাল ৮ বছরের বালক
Cameron is a huge Batman fan who has become a superhero to his own family. Picture Courtesy-Twitter

ক্যানসার চিকিৎসায় মিরাক্যাল, স্টেজ ৪ ক্যানসারকে হারিয়ে জয়ী ৮ বছরের স্কট

  • Share this:

 #মেমফিস, মার্কিন যুক্তরাষ্ট্র: এক কথায় একেই বলে বোধহয় মিরাক্যাল ৷ স্টেজ ফোর ক্যানসারকে হারিয়ে জীবনের পথে ফিরল আট বছরের স্কট ৷ চিকিৎসা বিজ্ঞানের সাফল্য না কোনও ব্যতিক্রমী ঘটনা সেই তরজায় না গিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সুপার হিরো স্কট ৷

মারণ রোগ ক্যানসারকে হারিয়ে রোগমুক্ত স্বাভাবিক জীবনে ফিরেছে ওয়েন্ডেল স্কট ৷ ছোট সুপার হিরোর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুখে মুখে ৷

ক্যানসারের সঙ্গে এই লড়াইয়ের পথটা সহজ ছিল না ৷ আট বছরের খুদে শরীরের ওপর দিয়ে গত ছ’মাস ধরে চলেছে একের পর এক অস্ত্রোপচার এবং যন্ত্রণাদায়ক কেমো আর রেডিয়েশন থেরাপি ৷ সব ট্রিটমেন্ট শেষে অবশেষে স্কটকে ক্যানসার মুক্ত বলে ঘোষণা করে মেমফিসের সেন্ট জুড চিল্ড্রেনস রিসার্চ হাসপাতাল ৷

ওয়েন্ডেল স্কটের মা টামিকা জানিয়েছেন, সমস্যার শুরু গত বছরের শেষে ৷ হঠাৎই সিঁড়ি থেকে পড়ে যায় ছোট্ট স্কট ৷ তারপর থেকেই ছেলের পিঠের ব্যথা কমছিলই না ৷ সমস্যা না কমায় ডাক্তারের কাছে গেলে তিনি এমআরআই করানোর কথা বলেন ৷

এমআরআই রিপোর্টে যা বেরোয় তা একদমই আশা করেননি ওয়েন্ডেলের বাবা-মা ৷ মেডিক্যাল পরীক্ষায় বেরোয়, বাচ্চাটির ব্রেনে একটি ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সারাস টিউমার রয়েছে ৷ এতেই শেষ নয়, চুড়ান্ত পর্যায়ের ক্যানসার থাবা বসিয়েছে ওই খুদে শরীরে ৷ খবর শুনে ভেঙে পড়লেও আশা ছাড়েননি স্কট দম্পতি ৷ ছোট্ট ওয়েল্ডেনের জীবনীশক্তিই তাদের মনের জোর বাড়িয়েছিল ৷

শুরু হয় দীর্ঘ ও কষ্টকর ক্যানসারের চিকিৎসা ৷ ওয়েন্ডেল স্কটের ছোট্ট শরীর কতটা ধকল নিতে পারবে তাও চিন্তা ছিল ডাক্তারদের ৷ প্রথমে প্রায় চার ঘণ্টার দীর্ঘ অপারেশনে বের করা হয় ব্রেন টিউমারটি ৷ এরপর শুরু হয় কেমো ও রেডিয়েশন থেরাপি ৷

সমস্ত প্রচেষ্টা সফল হয় ৷ সমস্ত কষ্ট সহ্য করে মনের জোরে ক্যানসারের বিরুদ্ধে জয়ী হন আট বছরের খুদে ওয়েন্ডেল স্কট ৷ ক্যানসারের শেষ স্টেজ থেকে বেঁচে ফেরার উদাহরণ গোটা দুনিয়ায় হাতে গোণা ৷ চিকিৎসকদের মতে, শুধু ওষুধ বা প্রাথর্না নয় মৃত্যু মুখ থেকে অফুরন্ত জীবনীশক্তির জোরেই বেঁচে ফিরেছে সুপার হিরো স্কট ৷

First published: November 28, 2017, 5:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर