• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • গুগলে চাকরি চেয়ে সুন্দর পিচাইকে চিঠি লিখল ৭ বছরের মেয়ে

গুগলে চাকরি চেয়ে সুন্দর পিচাইকে চিঠি লিখল ৭ বছরের মেয়ে

মাত্র ৭ বছর বয়সেই গুগলে চাকরি করার স্বপ্ন দেখছে হিয়ারফোর্ডের বাসিন্দা ব্রিটেনের চোলে ব্রিজওয়াটার ৷

মাত্র ৭ বছর বয়সেই গুগলে চাকরি করার স্বপ্ন দেখছে হিয়ারফোর্ডের বাসিন্দা ব্রিটেনের চোলে ব্রিজওয়াটার ৷

মাত্র ৭ বছর বয়সেই গুগলে চাকরি করার স্বপ্ন দেখছে হিয়ারফোর্ডের বাসিন্দা ব্রিটেনের চোলে ব্রিজওয়াটার ৷

 • Share this:

  #নয়াদিল্লি: মাত্র ৭ বছর বয়সেই গুগলে চাকরি করার স্বপ্ন দেখছে হিয়ারফোর্ডের বাসিন্দা ব্রিটেনের চোলে ব্রিজওয়াটার ৷ তবে কেবল স্বপ্ন দেখছেই না ৷ সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গুগলের সিইও সুন্দর পিচাইকে চিঠিও লিখে পাঠিয়েছে ব্রিজওয়াটার ৷ চিঠি পেয়ে হতবাক হলেও উত্তর দিতে ভোলেননি গুগলের সিইও ৷

  chloe-sundar-pichai-letter_759 চিঠিতে ব্রিজওয়াটার জানিয়েছেন,বড় হয়ে গুগলে কাজ করতে চায় সে। পাশাপাশি চকোলেট কোম্পানির কারখানাতেও কাজ করতে চায় ৷ আর অলিম্পিকের সাঁতারু হতে চায় সে ৷ বাবার কাছে ভবিষ্যত নিয়ে আলোচনা করতে করতেই একদিন জানতে পারে গুগলের কথা। তার বাবা জানিয়েছেন, গুগলে বিন ব্যাগে বসে কাজ করা যায় ৷  খেলে বেড়ানোর জন্য রয়েছে গো কার্টস বা স্লাইডস। এরপরই গুগলে কাজ করার উৎসাহ আরও বেড়েছে ৷ মেয়েটি জানিয়েছে, সে ট্যাব ও রোবট নিয়ে খেলতে ভালোবাসো ৷ এর উত্তরে পিচাই জানিয়েছে, ‘চিঠি লেখার জন্য ধন্যবাদ ৷ শুনে ভালে লাগল যে তুমি ট্যাব ও রোবট নিয়ে খেলতে ভালোবাসো ৷ আশা করি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করবে ৷ কঠোর পরিশ্রম করলে গুগলে চাকরি করা থেকে সাঁতারু হওয়া সমস্ত স্বপ্ন পূরণ অবশ্যই হবে ৷ নিজের পড়াশোনা শেষ করো ৷ আমি তোমার আবেদন পত্রের জন্য অপেক্ষা করব ৷’

  chloe-sundar-pichai-letter-2_759 ব্রিজওয়াটারের বাবা জানিয়েছেন, সুন্দর পিচাইয়ের উত্তর পাওয়ার পর আরও মন দিয়ে মন  দিয়ে পড়াশোনা করছে তার মেয়ে ৷ স্কুলে আরও ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম করছে সে ৷

  First published: