#করাচি: পাকিস্তানে জাল লাইসেন্স নিয়ে এতদিন বিমান ওড়ানো ৫০ জন পাইলটের লাইসেন্স অবশেষ বাতিল করা হল ৷ করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (PIA) বিমান দুর্ঘটনার সাত মাস পর অবশেষে এই পদক্ষেপ নিল পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথারিটি (CAA) ৷
রবিবার সিএএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৮৬০ জন পাইলটের মধ্যে এখনও পর্যন্ত ২৫৯ জনের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ৷ তাদের মধ্যেই ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে ৷ যাদের লাইসেন্স বাতিল হয়েছে, তারা পিআইএ ছাড়াও সে দেশের বিভিন্ন বেসরকারি উড়ান সংস্থা ও বিদেশের উড়ান সংস্থারও বিমান চালাতেন বলে জানা গিয়েছে ৷
গত ২২মে করাচিতে বিমানবন্দরের খুব কাছেই লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস ৩২০ বিমান ৷ দুর্ঘটনায় ২ জন বাদে বাকি সকলেরই মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনার পর থেকেই পাকিস্তানে পাইলটদের জাল লাইসেন্স নিয়ে বিমান চালানোর অভিযোগ ওঠে ৷ তদন্তে ধরাও পড়ে, কীভাবে দিনের পর দিন পাকিস্তানে বহু পাইলটই জাল লাইসেন্স নিয়ে বিমান চালিয়ে আসছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan