#পেশাওয়ার: পাকিস্তানে পেশাওয়ারের এক সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল সাত জন করোনা রোগীর ৷ ঘটনা সামনে আসার পরেই হইচই পড়ে গিয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে ৷ করোনা রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থার সবসময়েই প্রয়োজন হয় ৷ সেখানে এমন ঘটনা যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ৷
পাকিস্তানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ৷ ঘটনার দিন হাসপাতালে মোট ২০০ জন রোগী ছিলেন বলে জানা গিয়েছে ৷ যাদের মধ্যে ১০০-এর বেশি করোনা রোগী ছিলেন ৷ তাদের মধ্যেই শুধুমাত্র অক্সিজেনের অভাবের জন্য সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এই সমস্যা বেশ কিছুদিন ধরেই ওই হাসপাতালে চলছে বলে জানা গিয়েছে ৷ কোভি়ড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের ঠিকঠাক ব্যবস্থা নেই কেন ? এই প্রশ্নই উঠেছে এখন ৷ হাসপাতালে অক্সিজেনের অভাবে ভুগছেন সকলেই ৷ পাকিস্তানের ওই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের এমন গাফিলতি মেনে নেওয়া যায় ৷ এটা বড়সড় অপরাধ ৷ তদন্তে যে বা যারাই দোষী প্রমাণিত হবে, তাদের চরম শাস্তি হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan