corona virus btn
corona virus btn
Loading

নদীতে 65 ফুটের বিশালাকৃতি রাক্ষস ! দেখে নিন চাঞ্চল্যকর ভিডিও

নদীতে 65 ফুটের বিশালাকৃতি রাক্ষস ! দেখে নিন চাঞ্চল্যকর ভিডিও
Photo Courtesy- weibo

জলে ঘুরছে দানব !!!

  • Share this:

#বেজিং: চিনের ইয়াংজি নদীতে কালো রঙের বিশালাকৃতি এ কী বস্তু ৷ এই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে সোশ্যাল মিডিয়ার বেড়া ডিঙিয়ে একেবারে খবরের দুনিয়ায় ঢুকে গিয়েছে ৷ আন্তর্জাতিক সংবাদপরিবেশনকারী সংস্থা বিবিসি-র মত অনুযায়ি পিয়র ভিডিও বলে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রথম এই ভিডিওটি এসেছে ৷ যার ভিডিও ভিউ কোটিতে ৷ তারপর আরও বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল এই ভয়াবহ ভিডিও শেয়ার করেছে ৷

যাতে দেখা যাচ্ছে নদীর মধ্যে একটা বিশাল আকারের কালো জিনিস জলে ঘুরে বেড়াচ্ছে ৷ সোশ্যাল মিডিয়ায় পানি কা রাক্ষস নামে এখন ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটি ৷রাক্ষসটির নাম থ্রি গর্জেস ওয়াটার মনস্টার ৷ যেখান দিয়ে এটা যাচ্ছে সেখানেই জলে হিল্লোল তৈরি হচ্ছে ৷ কেউ বলছে অতিরিক্ত দূষণের কারণে এই জলদানবের সৃষ্টি হয়েছে ৷ কারোর আবার মতে পৌরাণিক কাহিনীর কোনও রাক্ষসই জলে দাপিয়ে বেরাচ্ছে ৷

 
এদিকে গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যম জানিয়েছেন এটা পুরোটাই মিথ্যা ৷ তাদের দাবি হিসেবে একটি ছবিও পোস্ট করেছে তারা ৷ যেখানে লিখেছে এটা একটা বিশাল এয়ারব্যাগ ৷ এযার আরও দেখুন
First published: September 20, 2019, 4:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर